অক্ষয়ের সঙ্গে কেন অভিনয় করতে পারবেন না শাহরুখ! জবাবে চমকে দিলেন কিং খান
দুই তারকার বলিউডে পদার্পণ একসঙ্গে। দুইজনই ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা ব্যাক্তিত্ব। আর দীর্ঘদিনের লড়াইয়ে পর বলিউডে তাঁরা কায়েম করেছেন নিজেদের সাম্রাজ্য। এই ল়ডাইয়ের জন্যই বলিউড এখন শাহরুখকে 'কিং খান' আর অক্ষয়কে 'খিলাড়ি' হিসাবে কুর্ণিশ করে। তবে নব্বইয়ের দশকের এই দুই তারকাকে কখনওই একসঙ্গে দেখা যায়নি। কেন এমনটা হয়েছে? উত্তর দিলেন বলিউড বাদশা শাহরুখ।

শাহরুখকে অক্ষয়ের সঙ্গে অভিনয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান,'আমি এটা নিয়ে কী বলব? আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারিনা। যখন আমি ঘুমোতে যাই তখন অক্ষয় ওঠে! ওঁর দিন অনেক আগে শুরু হয়। কিন্তু যখন আমি কাজ শুরু করি, তখন ও প্যাক আপ করে। .. অনেকেই রাতে শ্যুটিং করতে পছন্দ করেন আমার মতো।'
[আরও পড়ুন:ক্যানসার জয়ে সাহসী আয়ুষ্মান পত্নী তাহিরা, চমক নয়া সোশ্যাল মিডিয়া পোস্ট-এ ]
তবে তিনি জানান, অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে পারলে তাঁর ভালোই লাগবে। শাহরুখ মজার ছলে বলেন,'দুজনের বেশ সেটেই দেখা হবে। একজন বের হবে, একজন ঢুকবে। আমি অক্ষয়ের মত কাজ করতে চাই। আর ওঁর সঙ্গেও কাজ করতে চাই। তবে আমাদের টাইমিং এক হবে না। '