For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা বিশ্বকাপের মাঝে ‘‌সাবাস মিঠু’‌র টিজার লঞ্চ, মিতালি নাকি তাপসী বোঝা দায়

মহিলা বিশ্বকাপের মাঝে ‘‌সাবাস মিঠু’‌র টিজার লঞ্চ, মিতালি নাকি তাপসী বোঝা দায়

Google Oneindia Bengali News

যেমনটা কথা দিয়েছিলেন সেই মতোই পরিকল্পনা করে মাঠে নামলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিউ জিল্যান্ডে এখন মহিলাদের বিশ্বকাপ খেলতে ব্যস্ত ভারতীয় দলের অধিনায়িকা মিতালী রাজ। এর মাঝেই মিতালীর বায়োপিক '‌সাবাস মিঠু’‌–র টিজার সামনে এল। বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে দেখা যাবে মিতালি রাজের ভূমিকায়। সোমবার তাপসীও তাঁর আগামী ছবির টিজার শেয়ার করেন ইনস্টাগ্রামে।

মহিলা বিশ্বকাপের মাঝে ‘‌সাবাস মিঠু’‌র টিজার লঞ্চ, মিতালি নাকি তাপসী বোঝা দায়


টিজারে মূলত মিতালীর ক্রিকেট জীবনের বড় রেকর্ডের কথাই তুলে ধরা হল। টানা সাতটা ওয়ানডে-তে হাফ সেঞ্চুরি, চারটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়া, সবচেয়ে কম বয়েসে টেস্টে ডবল সেঞ্চুরি-মিতালী রাজের বড় মাইলস্টোনের কথা তুলে ধরা হল টিজারে। টিজারের শুরুতেই দেখা গিয়েছে তাপসী ভারতীয় দলের নীল রঙের জার্সি পরে রয়েছেন, যার ওপর লেখা মিতালি।

টিজার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তাপসী লিখেছেন, '‌ক্রিকেট দুনিয়ায় একচেটিয়া আধিপত্য পুরুষদের, তিনি ইতিহাস পুনরায় লিখতে বিরক্ত হননি, বরং তিনি ইতিহাস গড়ে তুলেছেন।’‌ ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে রানের মালিক। একমাত্র মহিলা হিসাবে ওডিআইতে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। সাধারণত মিতালি রাজের জীবনের নানান জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে ছবিতে।

২০১৯ সালের শেষের দিকে এই সিনেমার কাজ শুরুর আগেভাগে চিত্রনাট্য, পরিচালক, অভিনেত্রী সবই নির্দিষ্ট হয়ে যায়৷ 'সাবাস মিঠু’-র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন 'রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া ৷ কিন্তু ডেট সমস্যা হওয়ায় 'সাবাস মিঠু’-র পরিচালনার দায়িত্বভার যায় সৃজিত মুখার্জির কাঁধে ৷

প্রথম মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন, স্বামী আনন্দের সঙ্গে নিজেই মা হওয়ার কথা ঘোষণা সোনম কাপুরের প্রথম মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন, স্বামী আনন্দের সঙ্গে নিজেই মা হওয়ার কথা ঘোষণা সোনম কাপুরের

ক্রিকেট ভক্ত সৃজিত এহেন গুরু দায়িত্ব পেয়ে একেবারে অভিভূত ছিলেন ৷ প্রসঙ্গত, বলিউডে ক্রিকেটারদের বায়োপিক বেশ জনপ্রিয়। ধোনি দ্য আনটোল্ড স্টোরি থেকে শচিন: আ বিলিয়ন ড্রিমস, কিংবা আজহার, ৮৩-বলিউডে ক্রিকেটারদের বায়োপিক এলেই সাড়া পড়ে যায়। মিতালী রাজের মত বাংলার ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়েও সিনেমা হচ্ছে। যার নাম রাখা হয়েছে, চাকদা এক্সপ্রেস। নেটফ্লিক্সের এই সিনেমায় অভিনয় করছেন অনুষ্কা শর্মা।

'‌সাবাস মিঠু’‌ ছাড়াও তাপসী পান্নুর হাতে রয়েছে '‌ওহ লড়কি হ্যায় কাহা’‌ ও '‌ব্লার’‌। অন্যান্য সিনেমার মতো তাপসী এই সিনেমাতেও যে অভিনয়ের ছক্কা হাঁকাবেন তা বলাই বাহুল্য।

English summary
Supreme Court appointed panel says three farm laws did not address a fraction of the unjust appropriations for the farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X