For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর বায়োপিক নিয়ে কংগ্রেসের নিষেধাজ্ঞার আবেদন প্রসঙ্গে 'সুপ্রিম' নির্দেশে কী উঠে এলো

বহুদিন ধরেই নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে রীতিমত সমস্যা চলছে। নির্বাচনের আগে ছবি মুক্তি নিয়ে বিজেপি বিরোধীরা বহু প্রশ্ন তুলেছেন। ঘটনার জেরে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

  • |
Google Oneindia Bengali News

বহুদিন ধরেই নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে রীতিমত সমস্যা চলছে। নির্বাচনের আগে ছবি মুক্তি নিয়ে বিজেপি বিরোধীরা বহু প্রশ্ন তুলেছেন। ঘটনার জেরে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার সেই ঘটনার পর সুপ্রিম কোর্ট এদিন বায়োপিক বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

মোদীর বায়োপিকে কংগ্রেসের নিষেধাজ্ঞার আবেদন নিয়ে সুপ্রিম নির্দেশে কী উঠে এলো

ছবির ওপর যাতে নিষেধাজ্ঞা জারি হয়, তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় কংগ্রেস। উল্লেখ্য, ভোটের আগে এভাবে প্রধানমন্ত্রীর বায়োপিক রিলিজ করা মানে ছবির মাধ্যমে তাঁর প্রচার করার সামিল। আর এই দাবি নিয়েই এদিন আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি। তবে গোটা বিষয়টিই আপাতত নির্বাচন কমিশনের বিবেচনাধীন বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে সিবিএফসির তরফেও ফিল্ম সার্টিফিকেট পায়নি।

প্রাথমিকভাবে ছবি মুক্তির দিন ৫ এপ্রিল ছিল। তবে পরে তা পিছিয়ে ১২ এপ্রিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এরপর এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর ঘটনা কোনদিকে যায় সেদিকে নজর ফিল্ম বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন:'উরি' ছবিতে রাজনাথ সিং এর ভূমিকায় থাকা অভিনেতার মৃত্যু, শোকাহত বলিউড ][আরও পড়ুন:'উরি' ছবিতে রাজনাথ সিং এর ভূমিকায় থাকা অভিনেতার মৃত্যু, শোকাহত বলিউড ]

English summary
The Supreme Court, on Tuesday, dismissed a petition filed by a Congress activist seeking stay on the release of biopic on Prime Minister Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X