৮ মিনিটের অ্যাকশন শ্যুট করতে খরচ ৭০ কোটি টাকা? প্রভাসের সাহো ঘিরে জল্পনা তুঙ্গে
ফের সিলভার স্ক্রিনে দেখা যাবে বাহুবলী প্রভাসকে। তবে এবার লুক একেবারেই অন্যরকম। অ্যাকশন থ্রিলার সাহো ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা যাবে বাহুবলী প্রভাসকে। বলিউডে এই নিয়ে জল্পনার শেষ ছিল না। শোনা যাচ্ছে ছবিতে ৮ মিনিটের একটি অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করতে পরিচালক খরচ করেছেন ৭০ কোটি টাকা। বলিউডের ইতিহাসে যা প্রথম বলা চলে। খবরটি ফাঁস করেছেন ছবির সিনেমাটোগ্রাফার মাধি।

আবু ধাবিতে হয়েছে সেই কোটি টাকার অ্যাকশন সিকোয়েন্সের শ্যুিটং। যেটি কোরিওগ্রাফ করেছেন আন্তর্জাতিক স্তরের অ্যাকশন মাস্টার কেনি বেটস। প্রভাসের জন্মদিনেই হয়েছে সেই শ্যুটিং। এযাবত বলিউডের কোনও ছবিতে এই পর্যায়ের অ্যাকশন সিকোয়েন্স দেখা যায়নি বললেই চলে। সিনেমাটো গ্রাফারের দাবি প্রভাসের সেই অ্যাকশন সিকোয়েন্স দেখলে কিছুক্ষণের জন্য থমকে যাবে হৃদস্পন্দন।
যেখানে স্কাইস্ক্র্যাপার থেকে ঝাঁপ দিতে দেখা গিয়েছে প্রভাসকে। ৩০০ কোটি টাকার বাজেটের এই ছবি ঘিরে বাড়ছে দর্শকদের কৌতুহল। ইতিমধ্যেই ছবির একটি গান প্রকাশ পেয়েছে। ইউটিউবে হাইরেটিংয়ে যাচ্ছে সাহোর সেই গান। ১৫ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা।