'৮৩ মনে পড়ে গেল! কার সঙ্গে কার মিল পাচ্ছেন বলুন তো
বিশ্বকাপ ক্রিকেট জ্বরে ভুগছে গোটা দেশ। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া বিরাট বাহিনী। ১৩০ কোটির দেশের নজর এই মুহূর্তে ইংল্যান্ডে। তবে সেই 'নজর' এ এবার খানিকটাভাগ বসিয়ে দিলেন রণবীর সিং! ৮৩ বিশ্বকাপে কপিল দেবের ভারতের স্মরণীয় জয়ের স্মৃতি উস্কে এদিন মুক্তি পেল রণবীর অভিনীত কপিল দেবের বায়োপিকের প্রথম ঝলক।

ফের তিনি 'ফিরলেন.. আর জয় করে নিলেন.. 'এই ট্যাগ লাইন যেন বার বার রণবীর সিং একাই ছিনিয়ে নিতে পারেন বলিউডে। 'পদ্মাবত' ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অসামান্য অভিনয়, 'গালি বয়' ছবিতে একাই লাইমলাইট শুষে নেওয়ার পর, কপিল দেবের ভূমিকায় প্রথম লুকেই চলচ্চিত্রপ্রেমীদের 'ঘায়েল' করে ছেড়ে দিলেন বলিউডের এই গুণী অভিনেতা।
রণবীর নিজের জন্মদিনের দিন সকালে আজ এই লুকের ছবি পোস্ট করে 'হরিয়ানা হারিকেন' এর স্মৃতি উস্কে দেন। একদিকে যখন বিশ্বকাপ তথন অন্য দিকে কপিল দেবের বায়োপিক ' ৮৩' এর ফার্স পোস্টার প্রকাশ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন রণবীর।