For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর মুকুটে ফের 'সেরা'র তকমা! এবার 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' এর দৌলতে চমক প্রধানমন্ত্রীর

'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানের গত ১২ অগাস্টের পর্বে দেখানো হয়েছিল এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জঙ্গ অভিযান।

  • |
Google Oneindia Bengali News

'ম্যান ভার্সেস ওয়াইল্ড' অনুষ্ঠানের গত ১২ অগাস্টের পর্বে দেখানো হয়েছিল এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জঙ্গ অভিযান। জিম কর্বেট ন্যাশনাল পার্কে এই অভিযানের শ্য়ুটিং এর একাধিক দৃশ্য নিয়ে অনুষ্ঠানের প্রোমো প্রকাশ্যে আসতেই তা ট্রেন্ড করতে শুরু করে । এবার জানা যাচ্ছে, অনুষ্ঠানের পরেও ট্রেন্ডে রয়েছেন মোদী!

মোদীর মুকুটে ফের সেরার তকমা! এবার ম্যান ভার্সেস ওয়াইল্ড এর দৌলতে চমক প্রধানমন্ত্রীর

১২ অগাস্ট সম্প্রচারিত 'ম্য়ান ভার্সেস ওয়াইল্ড' এর সাম্প্রতিক পর্বটি এই মুহূর্তে 'বিশ্বের সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ থাকা টেলিভিশন অনুষ্ঠান' এর তকমা পেয়েছে। ফলে ফের একবার মোদী-ম্যাজিকে মাত সোশ্যাল মিডিয়া। এর আগে , 'বিশ্বের সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ থাকা টেলিভিশন অনুষ্ঠান' এর শিরোপা ছিল 'সুপার বওল ৫৩' অনুষ্ঠানের। যে টেলিভিশন প্রোগ্রাম ঘিরে সোশ্যাল মিডিয়ায় কার্যত ৩.৪ মিলিয়ন ইমপ্রেশন আসে। তাকেো ছাপিয়ে গিয়ে সেই সেরার তকমা কার্যত কেড়ে নিলে নরেন্দ্র মোদীর এই নয়া পর্ব।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ট্রেন্ডিং টেলিভিশন অনুষ্ঠান মোদীকে সঙ্গে নিয়ে বেয়াার গ্রিলসের 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'। যা কুড়িয়ে নিয়েছে ৩.৬ মিলিয়ন ইম্প্রেশন। আর এই সুখবর নিজেই জানিয়েছেন গ্রিলস। তিনি একটি টুইটে এই তথ্য প্রকাশ করেছেন।

[আরও পড়ুন: বিজেপিতে যোগের একসপ্তাহের মধ্যেই তাল কাটল! শোভনের সম্বর্ধনায় বৈশাখীর যাওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন][আরও পড়ুন: বিজেপিতে যোগের একসপ্তাহের মধ্যেই তাল কাটল! শোভনের সম্বর্ধনায় বৈশাখীর যাওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন]

English summary
PM Narendra Modi's Man Vs Wild becomes most trending event says Grylls .Anchor and adventurist Bear Grylls took to Twitter and made the announcement that with 3.6 billion impressions, 'Man vs Wild' featuring PM Modi has beaten 'Super Bowl 53' which had 3.4 billion social impressions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X