For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বলিউড গানে পপের প্রচলন তাঁর হাত ধরেই, সেই বাপ্পি লাহিড়ির প্রকৃত নাম কী জানেন?‌

বলিউড গানে পপের প্রচলন তাঁর হাত ধরেই, সেই বাপ্পি লাহিড়ির প্রকৃত নাম কী জানেন?‌

Google Oneindia Bengali News

জনপ্রিয় সঙ্গীতকার বাপ্পি লাহিড়ির আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল। মুম্বইয়ের এক হাসপাতালে বাপ্পি লাড়িড়ি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সোমবার রাত থেকেই বাপ্পি লাহিড়ি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। জীবিতকালে বাপ্পি লাহিড়ি খুবই রঙিন জীবন যাপন করেছেন। তাঁর সঙ্গীত জগত থেকে শুরু করে বিপুল পরিমাণে সোনা পরার চল তাঁকে সর্বদা চর্চায় রেখেছিল। কিন্তু এই জনপ্রিয় মানু্যটির আসল নাম জানা আছে কি?‌ তবে আসুন জেনে নেওয়া যাক বাঙালিবাবুর আসল নাম।

বাপ্পি লাহিড়ির প্রকৃত নাম কী

বাপ্পি লাহিড়ির প্রকৃত নাম কী

বাপ্পি লাহিড়ির প্রকৃত নাম অলোকেশ লাহিড়ি ছিল। ডাক নাম বাপ্পি। তবে পরবর্তীকালে তিনি এই বাপ্পি নামেই পরিচিত লাভ করেন। বাপ্পি দার জন্ম পশ্চিমবঙ্গে, ১৯৫২ সালের ২৭ নভেম্বর তাঁর জন্ম হয়। বাপ্পি লাহিড়ি সকলের কাছে বাপ্পি দা ও ডিস্কো কিং অফ ইন্ডিয়া নামেও পরিচিত।

 বাঙালি পরিবারে জন্ম নেন বাপ্পি লাহিড়ি

বাঙালি পরিবারে জন্ম নেন বাপ্পি লাহিড়ি

বাপ্পি লাহিড়ির জন্ম একটি বাঙালি পরিবারে হয়। তাঁর বাবার নাম অপরেশ লাহিড়ি ও তাঁর মায়ের নাম বাঁশরি লাহিড়ি। বাপ্পি লাহিড়ির বিয়ে হয় চিত্রাণী লাহিড়ির সঙ্গে ১৯৭৭ সালের ২৪ জানুয়ারি। বাপ্পি লাহিড়ির দুই সন্তান রীমা লাহিড়ি ও ছেলে বাপ্পা লাহিড়ি।

ছোটবেলা থেকে গানের প্রতি প্রেম

ছোটবেলা থেকে গানের প্রতি প্রেম

বাপ্পি লাহিড়ি ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী ছিলেন। তিনি শৈশবে তবলা, পিয়ানো, ড্রাম, গিটার এবং অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতে শিখে গিয়েছিলেন।

বাপ্পি লাহিড়ির সোনার গয়না ছিল খুব পছন্দ

বাপ্পি লাহিড়ির সোনার গয়না ছিল খুব পছন্দ

বাপ্পি লাহিড়ির সোনার প্রতি আলাদা আকর্ষণ ছিল। তিনি গলায় মোটা সোনার চেন পরে থাকতেন। আঙুলে থাকত সোনার আংটি। এছাড়াও অধিকতর সময়ে বাপ্পি দার চোখে চশমা পরে থাকতেন।

 বাপ্পি লাহিড়ির ফিল্মি কেরিয়ার

বাপ্পি লাহিড়ির ফিল্মি কেরিয়ার

বাপ্পি লাহিড়ি বাংলা সিনেমা দাদু-এর মাধ্যমে ছবিতে প্রথম পদার্পণ করেন। অন্যদিকে ১৯৭৩ সালে হিন্দী সিনেমা ননহা শিকারী ছবিতে তিনি প্রথম সঙ্গীত রচনা করেন। ৮০ দশকে বাপ্পি লাহিড়ির গান দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। এখানে উল্লেখ্য যে বাপ্পি লাহিড়ির কেরিয়ারে টার্নিং পয়েন্ট আসে ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘‌জখমি'‌ ছবিটি থেকে। বাপ্পি লাহিড়ি এই ছবির জন্য সঙ্গীত রচনা করেন এবং গায়কের দ্বৈত ভূমিকায় অংশ নেন। মিঠুন চক্রবর্তীর ডিস্কো নাচের সিনেমাগুলিতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। ৮০ দশকে মিঠুন চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ি একসাথে বেশ কিছু ভারতীয় ডিস্কো সিনেমায় কাজ করেছিলেন। সমগ্র ভারতে তিনি নিজেকে ‘‌ডিস্কো কিং'‌ নামে জনপ্রিয় করেন।

বলিউডে পপ

বলিউডে পপ

বাপ্পি লাহিড়ি হিন্দি ও বাংলা সহ একাধিক ভাষায় গান গেয়েছেন। তাঁর অনেক গান সুপারহিট হয়েছে। আই অ্যাম অ্যা ডিস্কো ডান্সার সহ বহু গান আজও শ্রোতাদের কাছে অত্যন্ত প্রিয়। বলিউড গানে পপের প্রচলন এই বাপ্পি লাহিড়ির হাত ধরেই হয়েছিল।

ছবি সৌজন্য : বাপ্পি লাহিড়ির ইনস্টাগ্রাম

কেন এত সোনার গহনা পরতেন গায়ক বাপ্পি লাহিড়ি, জানেন কী সেই গহনার পরিমাণ ও মূল্য কত? কেন এত সোনার গহনা পরতেন গায়ক বাপ্পি লাহিড়ি, জানেন কী সেই গহনার পরিমাণ ও মূল্য কত?

English summary
passes away bappi lahiri know the real name of bappi lahiri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X