For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাকিস্তান টিভি যুদ্ধ! পাক-আদালতে চরম সিদ্ধান্ত

কাশ্মীরে উরির সেনা ছাউনিতে পাক আশ্রিত জঙ্গিদের হামলার ঘটনার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকে যায়।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে উরির সেনা ছাউনিতে পাক আশ্রিত জঙ্গিদের হামলার ঘটনার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকে যায়। যে ঘটনার প্রভাব পড়ে ভারতীয় টেলিভিশন থেকে চলচ্চিত্র জগতে। সমস্ত ভারতীয় চ্যানেলে পাকিস্তানী শো বন্ধ করে দেওয়া হয়। এবার কার্যত পাকস্তানের শীর্ষ আদালতের রায় সেই ঘটনার বদলা নিয়ে ফেলল ।

ভারতে পাক সিরিয়ালের জনপ্রিয়তা

ভারতে পাক সিরিয়ালের জনপ্রিয়তা


ভারতের চ্যানেলে বহুদিন ধরে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে ছিল একাধিক পাক সিরিয়াল। ফাওয়াদ খান অভিনীত 'জিন্দগি গুলজার হ্য়ায়' থেকে 'হামসফর' এর মত সিরিয়াল ভারতে চলেছে। কিন্তু উরির ঘটনার পর থেকে যাবতীয় পাক সিরিয়াল বন্ধ করা হয় ভারতে। যদিও তা নিষিদ্ধ ঘোষণা হয়নি।

 পাকিস্তানের সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত

পাকিস্তানের সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত

পাকিস্তানের সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে, কোনও পাকিস্তানী চ্যানেলে দেখানো যাবে না কোনও ভারতীয় কনটেন্ট। ভারতীয় শো-এর মাধ্যমে যে সংস্কৃতি তুলে ধরা হচ্ছে তা পাকিস্তানের সংস্কৃতির পক্ষে হানিকারক বলে দাবি কার হয়েছে।

পাক সিদ্ধান্ত

পাক সিদ্ধান্ত

২০১৬ সালে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি-র তরফে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয় ভারতীয় কনটেন্টের উপর। পাকিস্তানের টেলিভিশন ও এফএম-এও জারি করা হয় ভারতীয় কনটেন্টের উপর নিষেধাজ্ঞা। বলিউডের গান পাক রেডিওতে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

নিষেধাজ্ঞার ইতিহাস

নিষেধাজ্ঞার ইতিহাস

এরপর লাহোর হাইকোর্টের একটি রায়ে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। এরপরই পাকিস্তানের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। পাক সুপ্রিমকোর্ট ,ভারতীয় কনটেন্ট পাক টিভি চ্যানেলে নিষিদ্ধ বলে ঘোষণা করে।

English summary
Pakistan SC bans Indian content on local TV channels, says it's 'damaging our culture'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X