For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি সেনার তোপের মুখে শাহরুখ! সেনা জেনারেলের বার্তা ' বার্ড অফ ব্লাড' ওয়েব সিরিজ নিয়ে

প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে গত কয়েকদিনে রীতিমতো রাজনীতির খেলায় লিপ্ত হয়েছিল ইসলামাবাদ। প্রিয়ঙ্কা চোপড়াকে রাষ্ট্রসংঘের গুড উইল অ্যাম্বাসাডর পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে রীতিমতো উঠে পড়ে লেগেছিল পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে গত কয়েকদিনে রীতিমতো রাজনীতির খেলায় লিপ্ত হয়েছিল ইসলামাবাদ। প্রিয়ঙ্কা চোপড়াকে রাষ্ট্রসংঘের গুড উইল অ্যাম্বাসাডর পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে রীতিমতো উঠে পড়ে লেগেছিল পাকিস্তান। শেষপর্যন্ত সেই উদ্যোগে কার্যত জল ঢেলে দিয়েছে খোদ রাষ্ট্রসংঘ। এবার পাকিস্তানী সেনার তরফে তোপ এলে বলিউড 'বাদশা' শাহরুখ খানের বিরুদ্ধে।

পাকিস্তানি সেনার তোপ

পাকিস্তানের সেনা মেজর জেনারেল আসিফ গফুর শাহরুখ খানের প্রযোজিত নেটফ্লিক্স ওয়েব সিরিজ 'বার্ড অফ ব্লাড'-এর ট্রেলার দেখে বেজায় চটেছেন। তাঁর দাবি , শাহরুখের উচিত কাশ্মীরে যে অত্যাচার চলছে তা নিয়ে কথা বলা। আরও বেশি করে মানবতা আর শান্তির বার্তা দেওয়া।

কী দেখানো হয়েছে ট্রেলারে?

জেনারেল আসিফ গফুরের টুইট বার্তা শুনে স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, কী এমন রয়েছে শাহরুখ প্রযোজিত 'বার্ড অফ ব্লাড' এ, যা নিয়ে এত বিতর্ক! প্রসঙ্গত, বিলাল সিদ্দকি নামে এক সন্ত্রাসবাদীকে ঘিরেই তৈরি হয়েছে গল্পের চিত্রনাট্য। যার মদতদাতা হিসাবে ভারতের প্রতিবেশী দেশের নাম উঠে আসছে। আর এই সন্ত্রাসবাদকে সমূলে ধ্বংস করতে ভারতীয় গোয়েন্দা কবীর আনন্দ (ইমরান হাশমি ) ময়দানে নামেন।

প্রিয়ঙ্কার পর শাহরুখ

প্রিয়ঙ্কার পর শাহরুখ

আর্টিক্যাল ৩৭০ ধারা কাশ্মীর থেকে তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তান রীতিমতো ক্ষুব্ধ। ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয় পাকিস্তান । এরপর প্রথমে প্রিয়ঙ্কা চোপড়ার বিরুদ্ধে তোপ দাগে পাকিস্তান। এরপর শাহরুখকে নিশানা করেন পাকিস্তানী প্রধান জেনারেল আসিফ গফুর।

English summary
Pakistan Army slams Shah Rukh Khan for ‘Bard of Blood, know the reason.In a tweet, Pakistan Army Major General Asif Ghafoor slammed Khan for producing the series and asked him “to promote peace and humanity by speaking against atrocities in Kashmir.”
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X