অস্কার : স্বপ্নভঙ্গ দেব প্যাটেলের, রইল পুরস্কারের তালিকা
হলিউডের চাঁদের হাটে ৮৯ তম অস্কার পুরস্কারের রাত জমজমাট । লস অ্যাঞ্জেলসে আয়োজিত অ্যাকাডেমি পুরস্কার বা অস্কারের দিকে আজ ভোর ৫:৩০ থেকেই নজর ছিল চলচ্চিত্র প্রেমীদের। 'মুনলাইট', ' লা লা ল্যান্ড' সমেত একাধিক খ্যাতনামা ছবি এবছরে মনোনয়ন পেয়েছে অস্কারে। ড্যামিয়েন শ্যাজেল পরিচালিত 'লা লা ল্যান্ড' সবচেয়ে বেশি মনোনয়ন পায় অস্কার পুরস্কারের তালিকায়। অস্কারের মঞ্চে মোট ১৪ টি মনোনয়ন নিয়ে 'লা লা ল্যান্ড' , ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'টাইটানিক' ছবির সমান মনোনয়ন পাওয়ার মর্যাদা পায়।[ট্রাম্পের নিষেধাজ্ঞা নীতির বিরোধিতা: অস্কার মঞ্চে অনুপস্থিত ইরানি পরিচালক]
এছা়ড়াও ৮৯ তম অস্কার পুরস্কারের রাতে রেড কার্পেটে গত বছরের মতো এই বছরেও সবার নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । তিনি এবছরে সাদা রঙের পোশাকে ছিলেন ঝলমলে। প্রিয়াঙ্কা তাঁর ছবি 'বেওয়াচ'-এর সহ অভিনেতা ডওয়েন জনসনের সঙ্গে উপস্থিত হন রেড কার্পেটে। এদিনের অনুষ্ঠানে তারকার মেলাতে প্রিয়াঙ্কা ছাড়াও নজর কেড়েছেন হলিউড স্টার এম্মা স্টোন,রেয়াল গলসিন,সেইরিল স্ট্রিপ।[(ভিডিও) অস্কার ২০১৭ : সেরা ছবির নাম ঘোষণায় গণ্ডগোল, মুনলাইট-এর বদলে নাম নেওয়া হল লা লা ল্যান্ড-এর ]

এদিকে,পুরস্কার বিতরণীর মঞ্চে স্বপ্নভঙ্গ হল ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা দেব প্যাটেলের। অনুষ্ঠানে নিজের মায়ের সঙ্গে উপস্থিত হন দেব প্যাটেল। 'লায়ন' ছবির জন্য তিনি অস্কারের তালিকায় মনোনীত হলেও, তাঁকে টপকে 'মুনলাইট' ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন মহেরশালা আলি।
একনজরে দেখে নেওয়া যাক ,কে কী অ্যাওয়ার্ড জিতলেন এখনও পর্যন্ত।
- সেরা সহ অভিনেতা: মহেরশালা আলি, মুনলাইট(ছবি)
- সেরা তথ্যচিত্র : ও জে : মেড ইন আমেরিকা
- সেরা কস্টিউম ডিজাইনার: কলিন অ্যাটইউড,ফ্যান্টাস্টিক বিস্টস(ছবি)
- সেরা সহ অভিনেত্রী : ভায়োলা ডেভিস, ফেন্সেস (ছবি)
- সেরা সাউন্ড মিক্সিং: হ্যাক স রিজ (ছবি)
- সেরা সাউন্ড এডিটিং : অ্যারাইভাল (ছবি)
- সেরা মেক আপ : সুইসাইড স্কোয়াড (ছবি)
- সেরা বিদেশী ভাষার ছবি: আসগার ফারহাদি,দ্য সেলসম্যান(ইরানি ছবি)
- সেরা ভিজ্যুয়াল এফেক্ট অ্যাওয়ার্ড : জঙ্গলবুক(ছবি)
- সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : জুটোপিয়া (ছবি)
- সেরা প্রোডাকশান ডিজাইনার অ্যাওয়ার্ড : লা লা ল্যান্ড(ছবি)
- সেরা অরিজিনাল সং : সিটি অফ স্টারস, লা লা ল্যান্ড(ছবি)
- সেরা সিনেম্যাটোগ্রাফি : লা লা ল্যান্ড(ছবি)
- সেরা অরিজিনাল স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড :ম্যানচেস্টার বাই দ্য সি
- সেরা পরিচালক : ড্যামিয়ান শ্যাজেল, লা লা ল্যান্ড (ছবি)
- সেরা অ্যাডাপটেড স্ক্রিন প্লে : মুনলাইট
- সেরা ছবি : মুনলাইট
- সেরা অভিনেতা : ক্যাসে অ্যাফলেক, ম্যানচেস্টার বাই দ্য সি(ছবি)
- সেরা অভিনেত্রী : এম্মা স্টোন , লা লা ল্যান্ড (ছবি)