For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরিয়ান খান মামলায় নতুন মোড়, সমীরের বিরুদ্ধে তদন্তে নেবে প্রভাকর সাইলের বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ

আরিয়ান খান মামলায় নতুন মোড়, সমীরের বিরুদ্ধে তদন্তে নেবে প্রভাকর সাইলের বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে আরিয়ান-মাদক মামলায় নিত্যনতুন মোড় দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই এনসিবির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন মুম্বই মাদক মামলার প্রভাকর সাইল নামে এক সাক্ষী। আর তাতেই রীতিমতো চাপে পড়েছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ।

বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ

বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ

এদিকে প্রভাকর সাইলের অভিযোগের ভিত্তিতে এদিন তার বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ।তার অভিযোগ এনসিবি-র জোনাল হেড সমীর ওয়াংখেড়ে, যিনি কি না সেদিন ছদ্মবেশে প্রমোদতরীতে আরিয়ানদের ধরেছিলেন, তিনিই আবার জামিনের জন্য ৮ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন।

কেপি গোসাভির ভূমিকা

কেপি গোসাভির ভূমিকা

এদিকে এই ঘটনায় নাম জড়িয়েছে এই মামলার অন্যতম সাক্ষী তথা স্বঘোষিত প্রাইভেট ডিটেকটিভ কেপি গোসাভি। তিনি আবার বর্তমানে নিরুদ্দেশ রয়েছেন। তাঁকে খুঁজছে মুম্বই ও পুণে পুলিশ। এদিকে এই প্রভাকর সাইল আবার কেপি গোসাভির সহযোগী। সম্প্রতি আরিয়ান খানের সঙ্গে তাঁর একটি সেলফি ভাইরাল হয়। কিন্তু গোসাবি নিরুদ্দেশ হওয়ার পর থেকে প্রাণ ভয়ে ভুগছেন প্রভাকর।

হলফনামায় কী বলছেন সাইল

হলফনামায় কী বলছেন সাইল

এদিকে পাঁচ পাতার হলফনামায় সাইল পুলিশকে স্পষ্টতই বলেছেন ২ অক্টোবর সকালে গোসাভি তাঁকে এনসিবি অফিসে যেতে বলেন। সেই দিন সন্ধেয় কর্ডেলিয়া ক্রুজে অভিযান চালায় এনসিবি। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। এমনকী গুরুত্বপূর্ণ তথ্য বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও মাথাচাড়া দিচ্ছে।

চার থানায় অভিযোগ

চার থানায় অভিযোগ

এদিকে এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে পুলিশ। তদন্তের জন্য মুম্বই পুলিশ একজন এসিপি স্তরের অফিসার নিয়োগও করেছে। মুম্বইয়ের চারটি থানায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে বলে খবর। তবে আসল রহস্যের উদঘাটন এখনও বাকি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
A new twist in the Aryan Khan case, Mumbai Police recorded Prabhakar's statement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X