#NationalFilmAwards : সেরা হিন্দি সিনেমা #Neerja, সেরা অভিনেতা অক্ষয় কুমার, জেনে নিন পুরো তালিকা
মুম্বই, ৭ এপ্রিল : ৬৪তম জাতীয় ফিল্ম পুরস্কার বিজয়ীদের তালিকা ঘোষণা করা হল। ৬৩তম বছরে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন ও কঙ্গনা রানাউত। তবে এবার সেই সম্মান পেলেন অভিনেতা অক্ষয় কুমার ।
বলিউড ও আঞ্চলিক ছবি মিলিয়ে এবছর মোট ৩৪৪টি সিনেমা বিচারের জন্য বাছা হয়েছিল। এই জুরির চেয়ারপার্সন ছিলেন বিখ্যাত সিনেমা পরিচালক প্রিয়দর্শন। কোন অভিনেতা ও কোন সিনেমা এবছর কী পুরস্কার পেল তা আসুন জেনে নেওয়া যাক একনজরে।
সেরা সিনেমাপ্রেমী রাজ্য
উত্তরপ্রদেশকে এবছর বেছে নেওয়া হয়েছে ভারতের সবচেয়ে সিনেমাপ্রেমী রাজ্য হিসাবে। এর পাশাপাশি ঝাড়খণ্ডকেও বিশেষ সম্মান দেওয়া হয়েছে।
সমালোচকদের বিচারে সেরা
সমালোচকদের বিচারে সেরা সিনেমা হয়েছে জি ধনঞ্জয়ন। এই বিভাগে বিচারের জন্য ছিল ৩৩টি সিনেমা।
সেরা শর্ট ফিকশন ফিল্ম
এবছর সেরা শর্ট ফিকশন ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে 'আব্বা'। স্পেশাল অ্যানিমেশন ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে 'হম পিকচার বানাতে হ্যায়'।
সেরা হিন্দি সিনেমা
এবছর সেরা হিন্দি সিনেমা নির্বাচিত হয়েছে সোনম কাপুর অভিনীত ও রাম মাধবাণী পরিচালিত নীরজা।
সেরা বাংলা সিনেমা
এবছর সেরার সেরা বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বিসর্জন।
সেরা তামিল সিনেমা
এবছর সেরা তামিল সিনেমা হয়েছে রাজু মুরুগানের নির্দেশিত জোকার।
সেরা গুজরাতি সিনেমা
এবছর সেরা গুজরাতি সিনেমা বাছা হয়েছে 'রং সাইড রাজু'-কে।
সেরা মারাঠি সিনেমা
এবছর সেরা মারাঠি সিনেমা হয়েছে দশক্রিয়া।
সেরা কন্নড় সিনেমা
সেরা কন্নড় সিনেমার খেতাব পেয়েছে রিজার্ভেশন।
সেরা প্লেব্যাক গায়িকা
সেরা প্লেব্যাক গায়িকা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন ইমন চক্রবর্তী। প্রাক্তন সিনেমার জন্য 'তুমি যাকে ভালোবাসো' গেয়ে তিনি এই পুরস্কার পেয়েছেন।
সেরা সহ অভিনেত্রী
দঙ্গল সিনেমায় অভিনয় করা জায়রা ওয়াসিম সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন।
সেরা অভিনেতা
সেরার সেরা অভিনেতা হলেন অক্ষয় কুমার। রুস্তম সিনেমার জন্য তিনি এই পুরস্কার পেলেন। এই প্রথম সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন তিনি।
সেরা চিলড্রেন ফিল্ম
এই বিভাগে সেরার পুরস্কার পেল নাগেশ কুকুনূর পরিচালিত সিনেমা 'ধনক'।
সামাজিক বিষয়ে সেরা সিনেমা
অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা 'পিঙ্ক' এই বিভাগে সেরার সেরা হিসাবে জাতীয় পুরস্কার পেল।
সেরা ডেব্যু ফিল্ম
সেরা ডেব্যু ফিল্ম হিসাবে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড পেল আলিফা সিনেমাটি।
সেরা সিনেমা
এবছর সবমিলিয়ে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে মারাঠি সিনেমা 'কাসভ'। এই বিভাগে জাতীয় পুরস্কার জোটাল এই মারাঠি সিনেমা।
সেরা অভিনেত্রী
সেরা অভিনেত্রী পুরস্কার এবছর পেলেন সুরভী। তিনি মিন্নামিনুঙ্গু সিনেমার জন্য এই পুরস্কার পেলেন।
সেরা পুরুষ গায়ক
এবছর সেরা পুরুষ গায়ক হিসাবে জাতীয় পুরস্কার পেলেন সুন্দরা আইয়ার। তামিল সিনেমা জোকারের জন্য তিনি এই পুরস্কার পেলেন।