For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিলখোলা' আলোচনার পর 'টেলি সিরিয়ালের দর্শক' মমতা কোন বার্তা দিলেন

বৈঠক শেষে সমস্যা কাটিয়ে আগামীকালই সকলকে স্টুডিও পাড়ায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বলেন, '...আমাদের মা ভাই বোনেরা কাল থেকে আবার সিরিয়ালগুলো ভালো করে দেখতে পাবেন..'।

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ ছয় দিন ধরে বন্ধ বাংলা টেলি সিরিয়ালের শ্যুটিং । আর এর জেরে বিভিন্ন চ্যানেলে চলছে সিরিয়ালের রিপিট টেলিকাস্ট। আর সিরিয়াল বন্ধ হয়ে যাওয়াতে ভীষণ বিরক্ত টেলি সিরিয়ালের দর্শকরা। বিভিন্ন গৃহস্থেই সেই অস্বস্তির ছবিটা প্রকট! তবে যাবতীয় দুঃশ্চিন্তার মেঘ কাটিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষাণা করেন যে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হবে টালিগঞ্জে স্টুডিও পাডা়ও শ্যুটিং এর কাজ। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রকাশও করে ফেলেন যে আরও চারপাঁচজন মহিলার মত তিনিও টেলি সিরিয়ালের একজন'দর্শক'।

দিলখোলা আলোচনার পর টেলি সিরিয়ালের দর্শক মমতা কোন বার্তা দিলেন

এদিন, বাংলা সিরিয়ালের জট কাটাতে নবান্নে মুখ্যমন্ত্রী সমস্ত পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। আন্দোলনরত আর্টিস্ট ফোরামের প্রতিনিধি ছাড়াও এদিন প্রযোজনা সংস্থা ,টেকনিশিয়ান সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সমস্যা কাটিয়ে আগামীকালই সকলকে স্টুডিও পাড়ায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বলেন, '...আমাদের মা ভাই বোনেরা কাল থেকে আবার সিরিয়ালগুলো ভালো করে দেখতে পাবেন..'। মুখ্যমন্ত্রী এদিন হালকা মেজাজে বলেন,' শ্যুটিং না হওয়ায় কী করবেন.. ওনারা তাই একই সিরিয়াল দেখিয়েছেন..আমি নিজেও একজন দর্শক,আমি লক্ষ্য রাখি..।' হালকা মেজাজে মুখ্যমন্ত্রী বলেন, কাল থেকে আবার চুটিয়ে দেখবার সুযোগ আসবে দর্শকদের জন্য। আর এই সংবাদ যে বাংলার প্রতিটি ঘরে স্বস্তি নিয়ে আসবে , তা এদিন জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বহুদিন ধরে টালিগঞ্জে সমস্যা চলছিল , কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক , কাজের ঘণ্টা নিয়ে। আর তার জেরেই বন্ধ ছিল মেগা সিরিয়ালের শ্যুটিং। তবে আগামীকাল থেকে আবার শ্যুটিং শুরু হলে পুরনো ছন্দে ফিরতে চলেছে টলি-পাডা়।

English summary
Mamata Banerjee says she is also a viewer of bengali serial, so she is excited.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X