তপসী পান্নুকে নিয়ে বিবাদে জড়ালেন রঙ্গোলি-অনুরাগ, কী বললেন কঙ্গনা?
কঙ্গনাকে অনুকরণ করছেন তপসী পান্নু। টুইটারে অভিনেত্রীকে আক্রমণ করে এমনই অভিযোগ করেছিলেন কঙ্গনার দিদি রঙ্গোলি। কয়েকদিন আগে কঙ্গনা এবং বরুণে জাজমেন্টাল হ্যায় কেয়ার একটি ছবি টুইট করেছিলেন তিনি। তাতে তপসী পাল্টা টুইট করে লিখেছিলেন, সব সময় একটা অন্য কিছু পাওয়ার অপেক্ষায় থাকি। এটা আরও ভাল হবে আশা করি। তাতেই নাকি অভিনেত্রী কঙ্গনার দিদি চটে গিয়ে লিখেছিলেন, বলিউডে কয়েকজন আছেন যাঁরা কঙ্গনাকে অনুকরণ করে কেিরয়ার চালাচ্ছেন তপসী তাঁদের মধ্যে একজন।

রঙ্গোলির এই আক্রমণে জবাব দিতে ময়দােন নেমেছিলেন পরিচালক অনুরাগ কশ্যপ। তিনি তপসীকে সমর্থন করে বলেছিলেন, একটা সাধারণ কথাকে ঘুরিয়ে ধরার কোনও অর্থ হয় না। তপসী সাধারণ ভাবেই প্রশংসাটি করেছিল।
দিলি রঙ্গোলির সঙ্গে অনুরাগ কশ্যপের এই টুইট যুদ্ধ প্রসঙ্গ কঙ্গনা বলেন, তিনি দিদিকেই সমর্থন করেন যেভাবে অনুরাগ তপসীকে সমর্থন করছেন.। কারণ মণিকর্ণিকা মুক্তি পাওয়ার পর একবারের জন্যও তপসী কোনও কথা লেখেনি। হঠাৎ করে জাজমেন্টাল হ্যায় কেয়ার ছবিতে বরুনকে দেখে এই মন্তব্যটি লিখেছেন। মণিকর্ণিকা নিয়ে তপসীকে যখন বলতে বলা হয়েছিল তখন কঙ্গনাকে নিয়ে ভাল কথা বলেননি। সেটাই রঙ্গোলির খারাপ লেগেছিল। তাই তপসী য়খন আজকে টুইটে প্রশংসা করছে তখন একথা বলতে বাধ্য হয়েছেন রঙ্গোলি।
বলিউডে বরাবরই বিতর্কিত অভিনেত্রী হিসেবেই পরিচিত কঙ্গনা। তিনিই প্রথম বলিউডে নেপোিটজমের অভিযোগ করেছিলেন। এমনকী হৃত্বিকের সঙ্গে কঙ্কনার সম্পর্ক নিয়ে বিতর্ক তো সকলেরই জানা।