
মেহুল চোকসির 'গীতাঞ্জলি'-র বিরুদ্ধে কেন সরব বিপাশা , কঙ্গনা ! অভিযোগ কোন ঘটনা নিয়ে
সম্পর্কে মামা-ভাগ্নে, নীরব মোদী- মেহুল চোকসির জালিয়াতি কাণ্ড ঘিরে নিত্য নতুন নানা তথ্য উঠে আসছে। ব্য়াঙ্কের চোখে ধুলে দিয়ে ১১ হাজার ৪০০ কোটি টাকা হাতিয়ে আপাতত কেন্দ্রীয় গোয়েন্দাদের নিশানায় রয়েছেন হিরে ব্য়বসায়ী নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি। মেহুল চোকসির জুয়েলারি সংস্থা গীতাঞ্জলির বিরুদ্ধে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলে সরব বলিউড তারকা বিপাশা বসু ও কঙ্গনা রানাওয়াত।

অভিনেত্রীদের অভিযোগ, মেহুল চোকসির গীতাঞ্জলি জেমস তাঁদের বকেয়া প্রাপ্য টাকা দেয়নি তথা দুতরফের চুক্তির নিয়মও
লঙ্ঘন করেছে। জানা গিয়েছে, শুধু প্রিয়াঙ্কা নন, কঙ্গনা ও বিপাশা দুজনকেই গীতাঞ্জলি জুয়েলার্সের বিজ্ঞাপনের জন্য চুক্তি স্বাক্ষর করানো হয়। 'নক্ষত্র' ও 'গিলি' নামক ব্র্যান্ডগুলির আওতায় স্বাক্ষরিত হয় চুক্তি।এই তারকা অভিনেত্রীদের নাম ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া হয় গীতাঞ্ডলির গয়নার।
কিন্তু অভিযোগ, যে চুক্তির সময়সীমা পেরিয়ে গেলেও ওই ব্র্যান্ড নিজেদের বিজ্ঞাপনে বিপাশার ছবি ব্যবহার করে। এদিকে, নক্ষত্র ব্র্যান্ডটির বিজ্ঞাপনে আসার জন্য কঙ্গনার পারিশ্রমিকের বহু অঙ্কের টাকা আজও বকেয়া হিসাবে পড়ে রয়েছে। এমনই দাবি করেছেন কঙ্গনার ব্র্যান্ড আম্বাসডরয
[আরও পড়ুন:আড়াই দশক পরে কংগ্রেসমুখী অমিতাভ !টুইটার অ্যাকাউন্ট ঘিরে জোর জল্পনা]