For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালী পোস্টার বিতর্কের পাল্টা জবাব পরিচালকের, কী টুইট করলেন লীনা মনিমকালাই

কালী পোস্টার বিতর্কের পাল্টা জবাব পরিচালকের, কী টুইট করলেন লীনা মনিমকালাই

Google Oneindia Bengali News

টিজার রিলিজের আগই অর্ধেক হিট করে গিয়েছে ডকুমেন্ট্রি কালী। একটি পোস্টারেই গোটা দেশে তুলকালাম। রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে। এই বিতর্কের মাঝেই প্রথম ট্যুইট করলেন পরিচালক লীনা মনিমাকালাই। তিনি টুইট করেছেন শিবের বেশে থাকা এক ব্যক্তি সিগারেট পান করছেন। পরিচালকের এই ছবি এক প্রকার নিঃশব্দ প্রতিবাদ বলা যায়। তিনি যা বলার দুটি ছবি পোস্ট করেই বলে দিয়েছেন।

নতুন টুইট পরিচালকের

নতুন টুইট পরিচালকের

তাঁর ছবির প্রথম পোস্টারেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। রাজনৈতিক মহলে পর্যন্ত তুলাকালাম চলাছে। এই প্রবল উত্তেজনা কর পরিস্থিতির মধ্যে কালী ছবির পরিচালকের নতুন টুইট। কোনও কিছু না লিখেই দুটি ছবি কেবল টুইট করেছেন পরিচালক লীনা। দুটি ছবিতেই দেখা গিয়েছে শিবের পোশাক পরে এক ব্যক্তি সিগারেটে সুখটান দিচ্ছেন আর একটা ছবিতে অন্য এত দেবতার পোশাক পরে সিগারেটে সুখটান দিচ্ছেন এক পুরুষ। আর সেই দুই ছবির নীচে ক্যাপশানে তিনি লিখেছেন 'অন্য কোথাও'। দুটি ছবি শেয়ার করে এক কথায় নিজের জবাব দিয়েছেন পরিচালক।

কালী পোস্টার বিতর্ক

কালী পোস্টার বিতর্ক

২ দিন আগে নিজের তৈরি ডকুমেন্ট্রি 'কালী'-র প্রথম পোস্টার টুইট করেছিলেন টরেন্টো নিবাসী পরিচালক লীনা মনিমাক্কালাই। সেই পোস্টারে দেখা গিয়েছিল দেবী কালীর পোশাক পরা এক এলজিবিটি কমিউনিটির ব্যক্তি সিগারেটে সুখটান দিচ্ছেন। বিতর্ক পারা চড়তে সময় নেয়নি। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল ছবিটি। সঙ্গে সঙ্গে পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতে শুরু করে। বিজেপি নেতারা সরব হন হিন্দু দেবীর অবমাননা করা হয়েছে এই পোস্টারে। পরিচালকের বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মহুয়া মৈত্রের মন্তব্যে বিতর্ক

মহুয়া মৈত্রের মন্তব্যে বিতর্ক

কালী ছবির পোস্টারকে সমর্থন করেছেন টিএমসি সাংসদ মহুয়া মৈত্র। এই নিয়ে এক প্রকার ঝড় বয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সাংসদ মন্তব্য করেছেন দেবতারা যে মদ্যপান এবং মাংস ভক্ষণ যে আসক্ত ছিল। তার এইমন্তব্যের পরেই তুমুল শোরগোল পড়ে যায় গোটা দেশে। মুহুয়া মৈত্রের অপসারণের দাবিতে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে টিএমসি এর দায় নিতে রাজি হয়নি। আগেই টিএমসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া এটা সাংসদের একান্ত ব্যক্তিগত মতামত এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তারপরেই আবার টিএমসির টুইটার আনফলো করে দেন মহুয়া মৈত্র।

বিজেপির তীব্র প্রতিবাদ

বিজেপির তীব্র প্রতিবাদ

হিন্দু দেব-দেবী মাংস আর মদ্যপান করে থাকে মহুয়া মৈত্রের এই মন্তব্যের পরেই তাঁকে অপসারণের দাবিতে সরব হয়েছে বিজেপি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে চলেছে। সেই বিতর্কের আঁচ এখনও সমান ভাবে গতিশীল। তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন নবী বিতর্ক থেকে নজর ঘোরাতেই কালী ছবির পোস্টার নিয়ে বিতর্ক শুরু করা হয়েছে।

English summary
Filmmaker Leena Manimekalai posts fresh tweet amid outrage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X