For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুড়ওয়া ২: বরুণকে কী উপহার দিলেন 'ভাইজান' সলমন?

২০১৭ সালে বলিউড পেতে চলেছে 'জুড়ওয়া ২'-কে। ছবিতে সলমনের জায়গায় থাকছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

  • |
Google Oneindia Bengali News

৯০-এর দশকের অন্যতম হিট 'কমেডি' ছবি সলমন খানের 'জুড়ওয়া' -কে তো অনেকেরই মনে আছে। আর ২০১৭ সালে বলিউডে পেতে চলেছে 'জুড়ওয়া ২'-কে। ছবিতে সলমনের জায়গায় থাকছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।[(ছবি) কমবয়সী নায়কদের সঙ্গে পর্দা কাঁপিয়েছেন এই বলিউড অভিনেত্রীরা]

২০ বছর বাদে সলমনের ছবি আরও একবার তৈরি হচ্ছে নতুন ধাঁচে, খবরে উত্তেজিত বলিউডের 'ভাইজান' সলমন খান নিজেও। আর 'ভাইজান' যখন খুশি, তখনতো একটা পাওনা-গন্ডার ব্যাপার থেকেই যায়। এবারেও তার ব্যতিক্রম হল না। 'জুড়ওয়া ' ছবিতে সলমনের ব্যবহৃত 'জিনসের প্যান্ট' বরুণকে উপহার দিলেন বলিউডের 'সুলতান'। ছবির শ্যুটিং শুরুর আগে এই উপহার পেয়ে আপ্লুত বরুণও।[(ছবি) ২০১৭-য় এই বলিউড সিনেমাগুলি না দেখলে বড় মিস করবেন আপনি]

জুড়ুয়া ২: বরুণকে কী উপহার দিলেন 'ভাইজান' সলমন?

১৯৯৭ সালে মুক্তি পাওয়া 'জুড়ওয়া' ছবিতে সলমান খান ছাড়াও অভিনয় করেন,করিশ্মা কাপুর, রম্ভা। ছবির পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান। মজাদার সেই ছবির গানও তখন বেশ হিট হয়। 'জুড়ওয়া ২' ছবিও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ানই। ছবিতে মূখ্য চরিত্রে রয়েছেন ডেভিডের ছেলে বরুণ।[বলিউডের অভিনেতা যাঁরা চরম মেকওভার-এ বদলেছেন অনস্ক্রিন চেহারা! ]

বরুণের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও তাপসী পান্নু। সবমিলিয়ে জমজমাট 'স্টারকাস্ট', আর সঙ্গে থাকছে বরুণের নাচের দক্ষতা। বাবা ডেভিডের পরিচালনায় এর আগেও অভিনয় করেছেন বরুণ, তবে 'জুড়ওয়া ২' কে নিয়ে বাবা-ছেলে জুটির কাজের দিকে তাকিয়ে গোটা বলিউড।[চিরকালীন ইতিহাসে স্থান পেয়েছে এই বলিউড চরিত্রগুলি]

English summary
Judwaa is a milestone film in Salman Khan’s career. He was going through a bad patch when David Dhawan cast him in a double role. The film, which also had Rambha and Karisma Kapoor, went on to become a hit at the box office.Now judwa2 is coming with star Varun Dhawan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X