হিমেশের সঙ্গে রানুর দ্বিতীয় গানের রেকর্ডিং ভিডিও প্রকাশ্যে! ফের হইচই নেট দুনিয়ায়
রানাঘাট রেলস্টেশনে তাঁর ' এক প্যায়ার কা নগমা' তাঁকে রাতারাতি ইন্টারনেট সুপারস্টার গড়ে তোলে। অতীন্দ্র চক্রবর্তীর পোস্ট করা সেই ভিডিওতে চরম খ্যাতির শিখরে পৌঁছে যান রানু মণ্ডল। এরপর আর ফিরে তাকাতে হয়নি রানাঘাটের ভবঘুরে এই মহিলাকে। জনপ্রিয়তার সফর তাঁকে আপাতত পৌঁছে দিয়েছে মুম্বইয়ে।

বলিউডের সঙ্গীত পরিচালক রানু মণ্ডলের গান শুনতেই তাঁকে তাঁর ছবিতে গানের অফার দিয়ে দেন। সেই মতো রেকর্ডিং হয় 'তেরি মেরি' গানটি। যে গানের কলি গোটা ইন্টারনেটে কার্যত সেনসেশন হয়ে যায়! এরপর সেই গানের কয়েক কলি ভাইরাল হতেই উঠে এলো রানু মণ্ডলের দ্বিতীয় গানটি। এবারও পরিচালক হিমেশ।
'তেরি মেরি'র পর এবার 'আদাত' গানের কলিতে মাত করলেন রানু। আর সেই গানের রেকর্ডিং এর ভিডিও প্রকাশ্যে আনলেন অতীন্দ্র চক্রবর্তী। যিনি রানুর এই সাফল্যের সফরের মূল হোথা। ২৬ বছরের এই তরুণের ইঞ্জিনিয়ারের একটি ভিডিও পোস্ট রানু মণ্ডলের জীবন কার্যত পাল্টে দিয়েছে। এবার সেই রানুর আরও একটি গান ভাইরাল।