For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভক্তদের উদ্দেশে শেষ অডিও বার্তায় কী বলেছিলেন ইরফান?

Google Oneindia Bengali News

দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরে এসে সিনেমাও করেন ইরফান। তবে এরই মধ্যে হঠাৎ শরীর খারাপ হয়ে প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইরফান খান। মুম্বইয়ের কোকিলেবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাতেই আইসিইউকে ভর্তি করা হয়েছিল অভিনেতা ইরফান খানকে।

বিরল টিউমারে আক্রান্ত হয়েছিলেন ইরফান

বিরল টিউমারে আক্রান্ত হয়েছিলেন ইরফান

জয়পুর থেকে মুম্বইয়ের সফরটা সহজ ছিল না ইরফানের। যেমনটা সহজ হয়নি শেষদিনেও। বিরল টিউমারে আক্রান্ত হয়ে লড়াই চালিয়েছেন। অসীম মনের জোর নিয়ে ফিরে এসে অভিনয়ে যোগ দিয়েছিলেন। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা যান অভিনেতা ইরফান খান। বলিউড হারাল আরও এক দক্ষ অভিনেতাকে।

ইরফানের শেষ সিনেমা ছিল আংরেজি মিডিয়াম

ইরফানের শেষ সিনেমা ছিল আংরেজি মিডিয়াম

তাঁর শেষ সিনেমা ছিল আংরেজি মিডিয়াম। করোনাভাইরাস রুখতে দেশজুড়ে লকডাউনের আগে এই সিনেমা মুক্তি পেয়েছিল। ১২ এপ্রিল করা এক টুইটে এই সিনেমা নিয়েই লিখেছিলেন তিনি। সিনেমার এক পোস্টার পোস্ট করে সেই সিনেমায় ইরফানের চরিত্র চম্পকের মনের কথা তুলে ধরেছিলেন ইরফান।

ইরফান খানের শেষ বার্তা

সেই মনের কথা আসলে হয়ত ছিল ইরফানের নিজেরই। তিনি লিখেছিলেন, 'অন্তর থেকে ভালোবাসলে তার বহিরপ্রকাশও জরুরি। আমি ভিতর ভিতর খুব আবেগপ্রবণ, বাইরে থেকে আমি খুব খুশি।'

শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন ইরফান খান

শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন ইরফান খান

বিদেশে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরে এসে সিনেমা করেন ইরফান। তাঁর সাম্প্রতিকতম ছবি ইংলিশ মিডিয়াম-২ মুক্তি পেয়েছে। অভিনেতার প্রয়ানে বলিউডে শোকের ছায়া। ইরফানের দুই পুত্রও রয়েছে বাবলি ও আয়ান। গত শনিবারই মারা গিয়েছেন ইরফানের মা। তাঁর শেষ কৃত্যে জয়পুরে যেতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সেই মায়ের জন্য প্রার্থনা করেছিলেন তিনি।

English summary
In his last tweet Irrfan Khan said that Love from the inside, making sure to show it outside
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X