For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়ারেন্টাইনে হিমেশ রেশমিয়ার কাণ্ড, যা দেখে নেটিজেনরা ফের মহামারি আসার ইঙ্গিত দিয়েছে

কোয়ারেন্টাইনে হিমেশ রেশমিয়ার কাণ্ড, যা দেখে নেটিজেনরা ফের মহামারি আসার ইঙ্গিত দিয়েছে

Google Oneindia Bengali News

‌করোনা ভাইরাস সংক্রমণের কারণে এখন অধিকাংশ মানুষই লকডাউনের চক্করে বাড়ি থেকে বাইরে কোথাও বেড়োতে পারছেন না এবং বাড়ির ভেতরে থেকেই নিজেদের মতো করে সময় কাটানোর চেষ্টা করছেন। ব্যতিক্রম নয় সঙ্গীতকার হিমেশ রেশমিয়াও। তবে তিনি তাঁর কোয়ারেন্টাইন সময়টিকে অতিবাহিত করছেন নতুন কিছু সৃষ্টির মাধ্যমে।

কোয়ারেন্টাইনে হিমেশ রেশমিয়ার কাণ্ড, যা দেখে নেটিজেনরা ফের মহামারি আসার ইঙ্গিত দিয়েছে


ইনস্টাগ্রামে প্রতিদিনের আপডেট শেয়ার করে ভক্তদের মাঝে বেশ সক্রিয় হিমেশ। তবে এরই মাঝে তিনি নিজেকে ব্যস্ত রাখছেন নতুন গান তৈরি করার মধ্য দিয়ে। এক সাক্ষাতকারে হিমেশ জানিয়েছেন যে এই লকডাউনের সময় তিনি ৩০০টির বেশি নতুন গান লিখে ফেলেছেন। হিমেশকে জিজ্ঞাসা করা হয় যে তিনি লকডাউনের সময় কীভাবে নিজেকে ব্যস্ত রাখছেন এবং এই সময় কী তিনি নতুন কিছু সৃষ্টি করছেন?‌ হিমেশ এই প্রশ্নর উত্তরে বলেন, 'সঙ্গীত অবশ্যই মনকে শান্ত করার একটি শক্তি। আমাকে একটি বড় প্রজেক্টের জন্য সাতশোটি গান লিখতে হবে, যার মধ্যে ৩০০টি নতুন গান এই লকডাউনে লিখে ফেলেছি। এই প্রকল্পটি আমায় নতুন গান রচনা করতে উৎসাহিত করেছে। এখন আমি এই প্রকল্পের ঘোষণার অপেক্ষায় রয়েছি কারণ এটি সম্পূর্ণ খেলা বদলে দেবে। এই গানগুলির কিছু দুর্দান্ত সুর রয়েছে যা আজকের সময়ের সঙ্গীত বাজারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’‌

নতুন প্রকল্পের কথা ঘোষণা হতেই ইন্টারনেট ঝাঁপিয়ে পড়ে হিমেশ রেশমিয়ার ওপর। টুইটার ভরে যায় মেমেতে। প্রসঙ্গত, ইন্টারনেটে মজার খোরাক হিসাবেই ধরা হয় হিমেশকে। হিমেশ রেশমিয়ার বেশ কিছু গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের জোকস, মজাদার পোস্ট করা হয়েছে আগেও। এবারও সে ধরনের মন্তব্য থেকে রেহাই মেলেনি এই সঙ্গীতকারের। একজন নেটিজেন লিখেছেন, '‌হিমেশ রেশমিয়া এই লকডাউনে ৩০০টি গান লিখেছেন, আর একটি মহামারি অপেক্ষা করছে।’‌

এর আগে হিমেশ রেশমিয়া অন্য একটি সাক্ষাতকারে বলেছিলেন, '‌কোয়ারেন্টাইন সময়ে আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেক কিছুই করছি। শরীরচর্চা, নতুন গান লেখা এবং নতুন স্ক্রিপ্টও পড়ছি। ফিল্মের সঙ্গীত ও বিশ্বের যা কিছু বিনোদনমূলক রয়েছে সেরকমই কিছু আমি করতে পারি তার পরিকল্পনা করছি। যেমনটা আমি সবসময়ই বলে থাকি যাত্রা সবে শুরু হল।’‌ এর সঙ্গে হিমেস এও জানিয়েছেন যে তিনি কিছু রোম্যান্টিক ও আইটেম ডান্সের গানও লিখেছেন যা ভক্তদের ভালো লাগবে এবং তাঁরা তা উপভোগ করবে।

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণ, খুনের হুমকি, সুশান্ত মৃত্যুর একমাস পর মুখ খুললেন রিয়া চক্রবর্তীসোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণ, খুনের হুমকি, সুশান্ত মৃত্যুর একমাস পর মুখ খুললেন রিয়া চক্রবর্তী

English summary
himesh reshammiya composed 300 new songs during quarantine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X