For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির নতুন কমিটি থেকে বাদ বিশিষ্টরা! দায় এড়ালেন সভাপতি মনোজ মিত্র

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন কমিটি নিয়ে বিতর্কের মধ্যে অপর এক বিতর্ক শুরু হয়েছে, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন কমিটি নিয়ে বিতর্কের মধ্যে অপর এক বিতর্ক শুরু হয়েছে, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি নিয়ে। ২০১৬-র পর এবছরেই নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই তালিকায় নাম নেই বেশ কয়েকজন নাম করা নাট্য ব্যক্তিত্বের। তবে সভাপতি মনোজ মিত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কীভাবে কমিটি গঠন করা হয়েছে তা তিনি জানেন না।

 পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির নতুন কমিটি থেকে বাদ বিশিষ্টরা! দায় এড়ালেন সভাপতি মনোজ মিত্র

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর রাজ্য নাট্য অ্যাকাডেমির উপদেষ্টাদের তালিকা প্রকাশ করেছে। ২০১৬-র তালিকায় ছিল ২৫ জনের নাম। তবে এবারের তালিকায় রয়েছে ৪৪ জনের নাম। সংখ্যায় বাড়লেও এই তালিকায় নাম নেই বেশ কয়েকজন প্রবীণ এবং পরিচিত নাট্য ব্যক্তিত্বের। যাঁদের নাম নেই তাঁদের মধ্যে বিশিষ্টরা হলেন, অরুণ মুখোপাধ্যায়, হরিমাধব মুখোপাধ্যায়, ঊষা গঙ্গোপাধ্যায়। যে তালিকা প্রকাশ করেছে তথ্য ও সংস্কৃতি দফতর, তাতে স্থান পেয়েছেন নবীন নাট্য ব্যক্তিত্বরা। তবে ই নাম প্রকাশ হতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

কেন তালিকা থেকে বিশিষ্টরা বাদ পড়লেন, তা বলতে পারেননি সভাপতি মনোজ মিত্র। তিনি বলেছেন, এই পরিবর্তন কেন হল, কীভাবে হল তা তিনি জানেন না। যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁরা আসতেন না। সেই কারণেও তাঁদের বাদ দেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন নাট্য অ্যাকাডেমিতে যেতে পারেননি বলে জানা গিয়েছে।

নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় জানিয়েছেন, অসন্তোষের কারণে তিনি বৈঠকে যেতেন না। তাঁর নাম কেন এতদিন ছিল, এখন কেন বাদ দেওয়া হল, তা তিনি জানেন না বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। নতুনরা দিশা দেখাবেন, তাই হয়তো বয়স্কদের বাদ দেওয়া হয়েছে। এমন ভাষাতেই কটাক্ষ করেছেন বাদ যাওয়া নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়।

বেশ কিছুদিন আগে নাট্য অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছিলেন বিভাস চক্রবর্তী। এবার বাদ পড়লেন অনেক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। তবে নতুন কমিটিতে জায়গা পেয়েছেন, ব্রাত্য বসু, অর্পিতা ঘোষরা।

English summary
Govt of West Bengal forms new committee of Natya Academy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X