For Quick Alerts
For Daily Alerts
দীপিকা পাডুকোন এর 'ওম শান্তি ওম' সিনেমার এই ছবিগুলি আপনার নজর কাড়বেই
ফারখা খান পরিচালিত 'ওম শান্তি ওম' সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়েই বলিউড যাত্রা শুরু করেন দীপিকা পাডুকোন। বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে প্রথম সিনেমাই দীপিকাকে সাফল্য এনে দেয়। মাঝখানে কেরিয়ারের কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হলেও সঞ্জয় লীলা বনশালীর ছবিতে কাজ করে তিনি আবার তার যোগ্যাতা প্রমান করে দেন। [(ছবি) রণবীর-দীপিকা এবার সত্যিই বিয়ে করতে চলেছেন!]
'ওম শান্তি ওম' সিনেমায় দীপিকার চরিত্রের নাম ছিল শান্তিপ্রিয়া। সত্তরের দশকের এক নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাই এই সিনেমায় তাঁকে একাধিক লুকে বা অবতারে দেখা গিয়েছিল। বলা ভাল প্রত্যেক লুকেই দর্শকদের নজর কেড়েছিলেন এই বলিউড অভিনেত্রী। এক নজরে দেখা নেওয়া যাক দীপিকার সেই সব নজর কাড়া কয়েকটি ছবি। [(ছবি) তাঁর প্রথম চুমু নিয়ে কি বললেন দীপিকা !]
{photo-feature}