For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণেশ চতুর্থী ২০১৯: মুম্বইয়ে আড়ম্বরে মাতোয়ারা শিল্পা থেকে বিবেকরা! শুরু উৎসবের আমেজ

দেশের উৎসবের ঢাকে কাঠি দিয়ে ধুমধাম করে শুরু হয়ে গেল গণেশ বন্দনা। দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্র থেকে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আপাতত মাতোয়ারা 'গণপতি বাপ্পা মোরিয়া'র বোলে।

  • |
Google Oneindia Bengali News

দেশের উৎসবের ঢাকে কাঠি দিয়ে ধুমধাম করে শুরু হয়ে গেল গণেশ বন্দনা। দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্র থেকে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আপাতত মাতোয়ারা 'গণপতি বাপ্পা মোরিয়া'র বোলে। দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভক্তদের ঢল নামতে শুরু করে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, গণেশ চতুর্থী উপলক্ষ্যে গোটা দেশের ছবিটা।

লালবাউগচা রাজা ঘিরে ভিড়

মুম্বইয়ের গণপতি মানেই লালবাউগচা রাজা! এই বিখ্যাত গণপতি দর্শনে আসেন মুকেশ আম্বানি থেকে অমিতাভ বচ্চন। আসে তেণ্ডুলকর পরিবার। আর গণেশ চতুর্থীর দিন সকাল থেকেই এখানে ভক্তদের ভিড়। এবারে লালবাউগচা রাজার থিম-এ ধরা দিয়েছে ভারতের মহাকাশ অভিযানের থিম। যে দৃশ্য রীতিমতো মন মাতানো।

সোনার গণেশ

মুম্বইয়ের জিএসবি সেবা মণ্ডলের পুজোয় এই বছর তৈরি হয়েছে' সোনার গণেশ'। আর সেই গণেশের গায়ে রয়েছে বিভিন্ন রত্ন। এদিন সকাল থেকেই শুরু হয়েছে আরাধনা।

তামিলনাড়ুতে গণপতি পুজো

তামিলনাড়ুর কোয়েম্বাট্যুরে পুলিয়াকুলমের গণপতি পুজো ঘিরেও উত্তেজনা তুঙ্গে। মুন্থি বিনায়ক মন্দিরেও এদিন সকাল থেকে ছিল ভক্তদের ঢল।

মহারাষ্ট্রে কাকড় আরতি

এদিন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও ধুমধাম সহকারে পালিত হয়েছে 'কাকড় আরতি'। সকাল থেকেই এখানে ভক্তদের ঢল নেমেছে।

৯ হাজার নারকেলের বিনায়ক

বেঙ্গালুরুর একটি গণেশ পুজোয় , দেখা গিয়েছে ৯ হাজার নারকেল দিয়ে তৈরি গণপতি প্রতিমা। গণপতির যে রূপ দেখে তাজ্জব অনেকেই।

বিবেক ওবেরয়

বিবেক ওবেরয়ের বাড়িতে এদিন আসে গণপতি মূর্তি। গণেশের আসার সঙ্গে সঙ্গেই ওবেরয় পরিবারে তাঁকে স্বাগত জানাবার পালা শুরু হয়ে যায়।

একতার বাড়িতে গণপতি পুজোর তোড়জোড়

প্রযোজক একতা কাপুরের বাড়িতেও আয়োজন শুরু হয় গণপতি আরাধনার। আর তাতে গা ভাসিয়েছে একতার ছোট্ট সন্তানও।

সঞ্জয় দত্তের বাড়ির পুজো

অনান্যবারের মতো অভিনেতা সঞ্জয় দত্তের বাড়িতেও ধুমধাম সহকারে গণেশ পুজো আয়োজিত হয়। আর সেই পুজোর আগে সঞ্জয়পুত্রকে দেখা যায় গণেশের মূর্তির ঘরে নিয়ে আসতে।

<strong>[আরও পড়ুন:২০১৯ গণেশ চতুর্থী: কোথাও সোনার তো কোথাও ৯ হাজার নারকেলের গণপতি! মুম্বই থেকে বেঙ্গালুরু মাতোয়ারা]</strong>[আরও পড়ুন:২০১৯ গণেশ চতুর্থী: কোথাও সোনার তো কোথাও ৯ হাজার নারকেলের গণপতি! মুম্বই থেকে বেঙ্গালুরু মাতোয়ারা]

[আরও পড়ুন: 'আগে ব্যাট দিয়ে ছয় মারতাম, এবার তলোয়ার দিয়ে মানুষ মারব', হুঁশিয়ারি পাক ক্রিকেটার মিয়াঁদাদের ][আরও পড়ুন: 'আগে ব্যাট দিয়ে ছয় মারতাম, এবার তলোয়ার দিয়ে মানুষ মারব', হুঁশিয়ারি পাক ক্রিকেটার মিয়াঁদাদের ]

English summary
Ganesh Chaturthi 2019, Shilpa Shetty to Vivek Oberoi welcomed Lord Ganesha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X