For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধনুশ থেকে আল্লু অর্জুন, দেখে নিন এই ৯ তারকার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা

ধনুশ থেকে আল্লু অর্জুন, দেখে নিন এই ৯ তারকার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা

  • |
Google Oneindia Bengali News

প্রভাস, ধনুশ এবং আল্লু অর্জুনের মতো অনেক দক্ষিণী সিনেমার সুপারস্টার ভারতীয় বক্স অফিসে রেকর্ড ভাঙছেন, কারণ তাঁদের প্রতিভা এবং তাঁদের অভিনীত চলচ্চিত্রগুলি উত্তর ভারতে তাঁদের জনপ্রিয় করে তুলেছে। এবার সেইসব দক্ষিণী সুপারস্টারদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক।

প্রভাস

প্রভাস

চলচ্চিত্র জগতে প্রবেশ করার আগে প্রভাস হায়দরাবাদের শ্রী চৈতন্য কলেজ থেকে তাঁর বি টেক ডিগ্রি সম্পন্ন করেছেন। এর আগে ভীমাভরমের ডিএনআর স্কুল থেকে পাস করেন অভিনেতা।

আল্লু অর্জুন

আল্লু অর্জুন

দক্ষিণের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে পুষ্পা খ্যাত তারকা আল্লু অর্জুন অন্যতম। চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুলে পড়াশোনা শেষ করেন তিনি। এরপর বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রির পড়াশোনা সম্পন্ন করেন তিনি।

নাগা চৈতন্য

নাগা চৈতন্য

নাগা চৈতন্য, যিনি খবরে এসেছিলন, তাঁর ব্যক্তিগত জীবন এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে। সেন্ট মেরি'স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। শীঘ্রই আমির খানের লাল সিং চাড্ডা দিয়ে বলিউডে অভিষেক হবে তাঁর।

 মহেশ বাবু

মহেশ বাবু

মহেশ বাবু হলেন একজন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার এবং দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। মহেশ বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।

রানা দগ্গুবতী

রানা দগ্গুবতী

রানা দগ্গুবতী চেন্নাই ফিল্ম স্কুল থেকে ইন্ডাস্ট্রিয়াল ফোটোগ্রাফি বিষয়ে স্নাতক পাস করেন। এর আগে তিনি হায়দ্রাবাদ পাবলিক স্কুলে পড়াশোনা করেন।

ধনুশ

ধনুশ

ধনুশ, ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য খবরের এসেছিলেন। তিনি ডিসট্যান্সে কম্পিউটার শিক্ষায় স্নাতক পাস করেছিলেন।

 বিজয় দেবরকোন্ডা

বিজয় দেবরকোন্ডা

বিজয় দেবরকোন্ডা, তাঁর প্যান-ইন্ডিয়া ফিল্ম লাইজার-এর জন্য প্রস্তুত। তিনি একজন বি.কম পাস৷ তিনি টলিউড ছবিতেও আকর্ষনীয় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।

 সুরিয়া

সুরিয়া

জয় ভীম খ্যাত তারকা সুরিয়া চেন্নাইয়ের পদ্ম শেশাদ্রি বালা ভবন স্কুল এবং সেন্ট বেডেস অ্যাংলো ইন্ডিয়ান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং লয়োলা কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেছিলেন।

যশ

যশ

কেজিএফ খ্যাত তারকা যশ এস.বি.আর.আর থেকে পড়াশোনা করেছেন। মইসোরের মহাজানা প্রি-ইউনিভার্সিটি কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। পড়াশোনা শেষ করে, তিনি অভিনয়ের জন্য বেনাকা থিয়েটার দলের সঙ্গে যুক্ত হন।

English summary
from dhanush to allu arjun take a look at the highest educational qualifications of these nine stars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X