For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পপ তারকা রিহানার পর এবার কৃষকদের সমর্থনে টুইট প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফার

পপ তারকা রিহানার পর এবার কৃষকদের সমর্থনে টুইট প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফার

Google Oneindia Bengali News

‌তিনটি কৃষি আইনের বিপক্ষে দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলনের রেশ পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক স্তরেও। কৃষক আন্দোলন সমর্থন পাচ্ছে আন্তর্জাতিক তারকাদের কাছেও। দিল্লিতে ভারতীয় কৃষকদের আন্দোলন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গী তুলে ধরেছিলেন মার্কিন পপ তারকা রিহানা। এবার কৃষকদের সমর্থনে তাঁদের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা। কৃষকদের সমর্থনে তিনি টুইট করেন।

পপ তারকা রিহানার পর এবার কৃষকদের সমর্থনে টুইট প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফার


যদিও মিয়া খলিফার এটা আসল টুইটার কিনা বা আদৌও তিনি নিজে এটা পরিচালনা করেন কিনা সে বিষয়ে কিছু স্পষ্ট জানা যায়নি। টুইটার অ্যাকাউন্টের নাম মিয়া কে। মিয়া টুইটে লেখেন, 'মানবাধিকার লঙ্ঘন চলছে কীভাবে?‌ তারা দিল্লির আশেপাশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে।’‌‌ তাঁর টুইটের কিছুক্ষণের মধ্যেই টুইটারে ট্রেন্ড হয়ে যান মিয়া খলিফা। অনেক তারকাই যেমন দিলজিৎ দোসাঁঝ ও শিবানী দাণ্ডেকর রিহানার পোস্টকে সমর্থন করতে দেখা গিয়েছে। মঙ্গলবার রাতে কৃষক আন্দোলনের একটি খবর শেয়ার করেন রিহানা। ক্যাপশনে প্রশ্ন তোলেন, '‌কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’‌

এই পরিস্থিতিতেই পরিবেশ আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ গ্রেটা থুনবার্গ টুইটারে জানিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। প্রসঙ্গত গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র‌্যাক্টর র‌্যালি রূপ নেয় হিংসাত্মক ঘটনায়। যার জেরে শত শত কৃষকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে দিল্লি পুলিশের। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাংদানে গ্যাস ও জল কামানের সাহায্য নেয়।

নমিনেশন টাস্কে রাখি বাঁচাতে চান অভিনব শুক্লাকে, ঝামেলা বাঁধল অন্য সদস্যদের সঙ্গেনমিনেশন টাস্কে রাখি বাঁচাতে চান অভিনব শুক্লাকে, ঝামেলা বাঁধল অন্য সদস্যদের সঙ্গে

English summary
former porn star mia khalifa tweeted in support of farmers after pop star rihanna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X