For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কে কে-র মৃত্যুর তদন্তে হোটেলে ফরেন্সিক দল, ভিডিওগ্রাফির মাধ্যমে হবে ময়নাতদন্ত

কে কে-র মৃত্যুর তদন্তে হোটেলে ফরেন্সিক দল, ভিডিওগ্রাফির মাধ্যমে হবে ময়নাতদন্ত

Google Oneindia Bengali News

প্রশ্নের মুখে শিল্পী কে কে-র মৃত্যু। এসএসকম হাসপাতাল ভিডিওগ্রাফির মাধ্যম হবে ময়নাতদন্ত। ইতিমধ্যেই েহাটেলে গিয়েছে ফরন্সিক দল। তাঁরা হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। সেইসঙ্গে েহাটেলের কর্মীদের সঙ্গে কথা বলছেন। কেকে-র ম্যানেজার রীতেশ ভাট জানিয়েছেন শিল্পী হোটেলের রুমে ঢোকার পরেই পড়ে গিয়েছিলেন। তারপরেই সজ্ঞা হারান।

ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত

ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত

কলকাতায় অনুষ্ঠান করত এসে শিল্পী মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই। প্রশ্নের মুখে পড়েছে আয়োজকদের ব্যবস্থাপনা। এই নিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কেকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গ্র্যান্ড হোটেলে ছিলেন শিল্পী। সেখান থেকে কাছের কোনো হাসপাতালে নিয়ে না গিয়ে কেন দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে শিল্পীর দেহ। সেখানেই ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত হবে।

হোটেলে ফরেন্সিক দল

হোটেলে ফরেন্সিক দল

কে কে-র ম্যানেজার রীতেশ ভাট জানিয়েছেন, অনুষ্ঠান করার সময় তেমন কিছু খারাপ অবস্থা ছিল না কে কে-র। অনুষ্ঠান শেষ করে তিনি যখন হোটেলে ফিরছিলেন তখন শীত করছিলেন বলেছিলেন। কেকে-র অনুরোধেই বন্ধ করে দেয়া হয়েছিল গাড়ির এসি। তারপরে হোটেলের রুমে ঢুকতেই সোফায় বসতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যান তিনি। তারপর আর জ্ঞান ফেরেনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা জানান মারা গিয়েছেন। হোটেলে ইতিমধ্যেই ফরেন্সিক দল গিয়ে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কথা বলা হচ্ছে হোটেলের কর্মীদের সঙ্গে।

নজরুল মঞ্চের ব্যবস্থাপনা প্রশ্নের মুখে

নজরুল মঞ্চের ব্যবস্থাপনা প্রশ্নের মুখে

যেখানে আড়াই হাজার দর্শক থাকার কথা সেখানে ৬-৭ হাজার দর্শক ঢুরে পড়েছিলেন। স্বাভাবিক ভবেই এসি কাজ করছিল না। নজরুল মঞ্চের পাঁচটি দরজাই খুলে দেয়া হয়েছিল। অনুষ্ঠান করার সময় দরদর করে ঘামছিলেন কে কে। বারবার স্টেজের পিছনের রুমে গিয়ে এসি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। গান করতে করতে বারবার জল খাচ্ছিলেন তিনি। স্পট লাইট নিভিয়ে দিতে বলেছিলেন তিনি। তারপরেই ঘটে সেই অঘটন। তীব্র গরমে অসুস্থ হয়েই কি মারা গেলেন কে কে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় এই িনয়ে তোলপাড় চলছে।

গান স্যালুটে শেষ বিদায়

গান স্যালুটে শেষ বিদায়

বাঁকুড়া সফর শেষ করেই ফিরছেন মুখ্যমন্ত্রী। তিনি কেকে-র পরিবারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন। গান স্যালুটে শেষ বিদায় জানানো হবে শিল্পীকে। পরিবারের লোকেদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ তুলে দেয়া হবে পরিবারের হাতে। এদিকে নজরুল মঞ্চে উদ্যোক্তাদের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেেছ। অতিরিক্ত ভিড়ের কারণেই এসি কাজ করছিল না বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

খারাপ এসি, দমবন্ধ করা গরমে মাঝ পথে গান বন্ধ করেছিলেন কে কে, প্রশ্নের মুখে নজরুল মঞ্চের ব্যবস্থাপনাখারাপ এসি, দমবন্ধ করা গরমে মাঝ পথে গান বন্ধ করেছিলেন কে কে, প্রশ্নের মুখে নজরুল মঞ্চের ব্যবস্থাপনা

English summary
Forencic team reached Hotel KK's Post mortem will done by Vediography
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X