স্মৃতিচারণ : ছোট্ট আরিয়ানকে কোলে নিয়েই কাজলের বিয়েতে শাহরুখ-গৌরি!
শাহরুখ ও কাজলের জুটি বলিউডকে একাধিক মনে রাখার মতো ছবি উপহার দিয়েছেন। বহুদিন পর আবার রোহিত শেঠির দিলওয়ালে ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজলকে।
শাহরুখ-কাজল যে শুধু অনস্ক্রিনেই কেমিস্ট্রি দেখিয়েছিলেন তা না ব্যক্তিগত জীবেও দুজনের মধ্যে একটা ভীষণ মিষ্টি গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
কাজলের কথায়, এটা সত্যি যখন আমি ও শাহরুখ একসঙ্গে কাজ করি তখন ও আমার পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন থাকে আর আমি ওর। আমি ধন্য় যে আমাদের মধ্যে এত সুন্দর গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
শুধু শাহরুখ নয়, শাহরুখপত্নী গৌরির সঙ্গেও মধুর সম্পর্ক কাজলের। যদিও কাজলের স্বামী অজয় দেবগণ খান পরিবারের সঙ্গে ঘণিষ্ঠ নয়। কিন্তু তার জন্য কখনও কাজলকে শাহরুখ বা গৌরির সঙ্গে দেখা করা বা শাহরুখের সঙ্গে কাজ করা থেকে কাজলকে আটকাননি অজয়।
কাজলের বিয়েতে ছোট্ট আরিয়ানকে কোলে নিয়ে উপস্থিত ছিলেন শাহরুখ ও গৌরি।

বিয়ের দিনে
অজয় দেবগণের সঙ্গে বিয়ের দিনে কাজল।

খান পরিবারের সঙ্গে
কাজলের মেহন্দির দিন শাহরুখের কোলে ছোট্ট আরিয়ান, পাশে গৌরি ছবির জন্য পৌজ দিয়েছেন।

মালাবদল
মালাবদল হওয়ার পর অজয় দেবগণ কাজলের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন।

শাহরুখ-গৌরি
একটি বিয়েবাড়িতে শাহরুখ ও গৌরি।

যাতি হুঁ ম্যায়...
করণ অর্জুন সিনেমার জনপ্রিয় গান যাতি হু ম্যায়... গানের সেটে শাহরুখ ও কাজল।

পুরনো ছবি
শাহরুখ ও গৌরি খানের পুরনো একটি ছবি।

কেমিস্ট্রি
ব্যক্তিগত জীবনে শাহরুখ-কাজলের মিষ্টি বন্ধুত্বের প্রতিফলনই অনস্ক্রিনে তাঁদের অভিনয়ে পড়ে।

শাহরুখ-গৌরি
বলিউডের জনপ্রিয় অফস্ক্রিন জুটি শাহরুখ ও গৌরি খান পুরনো একটি পত্রিকার জন্য ফটোশুটে পোজ দিয়েছিলেন।

শাহরুখ-গৌরি
বলিউডেরই একটি অনুষ্ঠানে শাহরুখ-এবং গৌরি।

পুরনো ছবি
শাহরুখ বলিউডে সবে তখন এসেছেন। সেই সময় স্ত্রীর সঙ্গে শাহরুখের ফটোশুট।

শাহরুখ-গৌরি
শাহরুখ ও গৌরির খুনসুটির ছবি।

কভি খুশি কভি গম
কভি খুশি কভি গম ছবিতে ফের একবার জুটি বেঁধেছিলেন শাহরুখ ও কাজল।