For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড'-এর ফাইনালের মঞ্চে মোহিনী পটনকার,তাঁর সম্পর্কে কিছু তথ্য

যে রাঁধে সে চুলও বাঁধে। মহিলাদের সম্পর্কে একথা প্রায়ই বলা হয়। কিন্তু সেই মহিলা যখন গৃহিনী হয়ে ওঠেন তখন ,রাঁধা আর চুল বাঁধার সঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে হয়।

  • |
Google Oneindia Bengali News

যে রাঁধে সে চুলও বাঁধে। মহিলাদের সম্পর্কে একথা প্রায়ই বলা হয়। কিন্তু সেই মহিলা যখন গৃহিনী হয়ে ওঠেন তখন ,রাঁধা আর চুল বাঁধার সঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে হয়। অনেক সময়েই দায়িত্ববোধ ছাপিয়ে যায় শখ-আহ্লাদকে। তবে বেঙ্গালুরুর মোহিনী পাটানকার দায়িত্ববোধের সঙ্গে সঙ্গে নিজের খেয়ালও রাখেন। এর নানাবিধ গুণের অধিকারী মোহিনী এবছর মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইডের ফাইনালে।

মোহিনী সম্পর্কে কিছু তথ্য

মোহিনী সম্পর্কে কিছু তথ্য

মোহনী নিজেই জানিয়েছেন তিনি ফিটনেস সম্পর্কে ভীষণ সচেতন। নিজেকে ফিট রাখতে এবং পরিবারের সকলকে ফিট রাখতে তিনি যোগাভ্যাসের ওপর নির্ভর করেন। এছাড়াও নাচ ও গানের প্রতি তাঁর প্রবল আকর্ষণ। বহু জায়গায় তিনি স্টেজ পারফর্ম করেছেন।

মোহিনীর পেশাগত পরিচিতি

মোহিনীর পেশাগত পরিচিতি

সিমবায়োসিস সেন্টার ফর ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ছাত্রী মোহিনী। 'গুড ভাইবস' নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা মোহিনী বেঙ্গালুরুর বাসিন্দা।

২ সন্তানের মা!

২ সন্তানের মা!

পুনের মেয়ে মোহিনী নিজের যাবতীয় শখ আহ্লাদের যেমন খেয়াল রাখেন, তেমনই সংসারেও তাঁর নজর কড়া। ২ সন্তানের মা মোহিনী পেশাগতভাবে ইঞ্জিনিয়ার। পরবর্তীকালে তিনি এমবিএ -ও পাস করেন।

মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড

মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড

২০০৮ সাল থেকে শ্রী সাই এন্টারটেনমেন্টস আয়োজন করছে মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড। এখানে গৃহিনী তথা 'মা'-এদের সৌন্দর্যকে উদযাপন করা হয়। এবছরে এই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে অন্যতম ফাইনালিস্ট বেঙ্গালুরুর মোহিনী পাটানকার।

English summary
Few information on Haut Monde Mrs India WorldWide 2018 finalist Mohini Patankar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X