For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে আক্রান্তদের সেবায় ‘‌ফ্যান’‌ অভিনেত্রী শিখা

‌করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে আক্রান্তদের সেবায় ‘‌ফ্যান’‌ অভিনেত্রী শিখা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের থাবা দেশে ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে। অনেকেই আক্রান্তদের সেবা করতে চিকিৎসক–স্বাস্থ্য কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। সেরকমই ২০১৬ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের '‌ফ্যান’‌ ছবির অভিনেত্রী শিখা মালহোত্রা এবার স্বেচ্ছাসেবী হয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন।

নার্সের ভূমিকায় ‘‌ফ্যান’‌ অভিনেত্রী

‘‌ফ্যান'‌ ছবিতে শিখার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তিনি বর্তমানে মুম্বই হাসপাতালে একজন নার্স হিসাবে করোনা রোগীদের চিকিৎসায় সহায়তা করছেন। তিনি নার্সিং প্রশিক্ষণ নিয়েছেন দিল্লির বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ এবং সফদরজঙ্গ হাসপাতাল থেকে। অভিনয়ে আসার আগে ২০১৪ সালে তিনি নার্সিংয়ের প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি মুম্বইয়ের যোগেশ্বরীতে বালাসাহেব ঠাকরে ট্রমা সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে কাজ করছেন। গত সপ্তাহে শিখা তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন যে তিনি এই লড়াইয়ে সামিল হতে চান এবং দেশের জন্য সর্বদা পরিষেবা দিতে প্রস্তুত তিনি।

করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি

নার্স হিসাবে শিখা তাঁর দায়িত্বের পাশাপাশি তিনি ক্রমাগত নোভেল করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছেন এবং মানুষের কাছে আর্জি জানিয়েছেন যে তাঁরা সকলে যেন লকডাউনের নিয়ম মেনে বাড়ির ভেতরেই থাকেন। এছাড়াও শিখা আর্জি জানান যে যাঁদের মেডিক্যাল ডিগ্রি আছে তাঁরা যেন রোগের বিরুদ্ধে লড়াইয়ে দেশের পাশে এসে দাঁড়ান।

বহু প্রতিভার অধিকারি শিখা

নার্স ও অভিনেত্রীর পাশাপাশি শিখা একজন গায়িকা, সঞ্চালক ও চিত্রশিল্পী। তাঁকে শেষবারের মতো ফেব্রুয়ারিতে অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে ‘‌কাঁচলি লাইফ ইন স্লগ'‌-এ ছবিতে দেখা গিয়েছিল।

ছবি সৌ: শিখা মালহোত্রার ইনস্টাগ্রাম

English summary
Shikha Malhotra completed her degree in nursing in 2014 before making a career in films. As of now, she is working at an isolation ward at Balasaheb Thackeray Trauma Centre in Mumbai's Jogeshwari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X