For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোধনের অপেক্ষায় 'উমা'! শহরে ইভানের পরিজনরা, ফিল্মটির সঙ্গে এঁদের কোন সূত্রে যোগ

ঘটনা অনেক বছর আগের। সেন্ট জর্জের বাসিন্দা ছোট্ট শিশু ইভান লেভারসেজের মারণ রোগের অসুস্থতা তার পরিবারের ওপর মানসিক দুর্যোগ নিয়ে এসেছিল। ব্রেন টিউমারে আক্রান্ত হয় ইভান।

  • |
Google Oneindia Bengali News

ঘটনা অনেক বছর আগের। সেন্ট জর্জের বাসিন্দা ছোট্ট শিশু ইভান লেভারসেজের মারণ রোগের অসুস্থতা তার পরিবারের ওপর মানসিক দুর্যোগ নিয়ে এসেছিল। ব্রেন টিউমারে আক্রান্ত হয় ইভান। মৃত্য়ুর আগে ছোট্ট ইভানের ইচ্ছে ছিল, সে ক্রিস্টমাস উপভোগ করবে। সে সময়ে ইভানের টিউমার ক্রমেই তাকে গ্রাস করতে শুরু করে। তাই সময় আর বেশি নেই বুঝতে পেরে , ডিসেম্বরের ক্রিস্টামাসের আগেই ইভানের জন্য তার পরিবারের সদস্যরা আয়োজন করে এক বিশেষ ক্রিস্টমাস উৎসব। এরপর ,৭ বছর বয়সেই সে সকলকে ছেড়ে চলে যায়।

বোধনের অপেক্ষায় উমা! শহরে ইভানের পরিজনরা, ফিল্মটির সঙ্গে এঁদের কোন সূত্রে যোগ

এই ঘটনাকে কলকাতার প্রেক্ষাপটে তুলে ধরেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম 'উমা'। এসপ্তাহেই ছবির মুক্তি তার আগে কলকাতায়ে এসেছেন ইভানের পরিবারের সদস্যরা। তাঁরাও উদগ্রীব ছবিটি দেখবার জন্য। সমাজ, ধর্মের বেড়াজাল পেরিয়ে এক অসাধ্যসাধন করেছেন ইভানের পরিবারের এই সদস্যরাই। তিলেতিলে চোখের সামনে ফুরিয়ে যেতে দেখেছেন একরত্তি ছোট্ট ইভানের প্রাণকে।কিন্তু ইভানের ঘটনার সঙ্গে কতটা মিল রয়েছে 'উমা' ছবিটির । তা জানতে হলে দেখতে হবে 'উমা'।

[আরও পড়ুন:'উমা' ছবির এই নতুন গানের নেপথ্যে রয়েছে অনুপমের প্রেম কাহিনি! জানুন বিস্তারিত][আরও পড়ুন:'উমা' ছবির এই নতুন গানের নেপথ্যে রয়েছে অনুপমের প্রেম কাহিনি! জানুন বিস্তারিত]

'উমা' ছবির গল্প বাবা-মেয়ের সম্পর্কে ঘিরে হলেও, তার মধ্যে জীবনবোধ আর বাঙালিয়ানার এক অদ্ভুত মিশেল রয়েছে। ছবির মূল গল্প প্রবাসী উমা আর তার বাবা রুদ্রকে নিয়ে। উমা (সারা সেনগুপ্ত) ক্যানসারে আক্রান্ত, অস্ট্রিয়া নিবাসী সারার ইচ্ছা সে দূর্গাপুজো দেখবে। আর সেজন্য তাকে তার বাবা রুদ্র (যীশু সেনগুপ্ত) নিয়ে আসেন কলকাতায়। মেয়ের ইচ্ছাপূরণে অনুষ্ঠিত হয় নকল দুর্গাপুজো। জানা গিয়েছে, ২০১৫ সালের এক সত্যি ঘটনাকে অবল্মবন কের তৈরি হয় এই ছবি।

English summary
Evans family comes to Kolkata for Watching Uma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X