For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুকেশের দেওয়া উপহার বাজেয়াপ্ত করবে ইডি, তদন্তে সহায়তা করার আশ্বাস জ্যাকলিন–নোরার

জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহির উপহার বাজেয়াপ্ত করবে ইডি

Google Oneindia Bengali News

কনম্যান সুকেশ চন্দ্রশেখর বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহিকে যে সমস্ত দামি উপহার দিয়েছেন, সেই উপহারগুলি ইডি শীঘ্রই বাজেয়াপ্ত করবে বলে জানা গিয়েছে। ইডি সূত্রের খবর, অভিনেত্রীদের বেশ কিছু পোষ্য উপহার দিয়েছিল সুকেশ, এই ধরনের মামলায়, সেগুলিকেও একই সম্পত্তির মূল্য হিসাবে ধরা হবে। বিশেষ সূত্রে জানা গিয়েছে যে নোরা ফতেহি তদন্তকারী অফিসারদের বলেছেন, '‌সুকেশ চন্দ্রশেখর আমায় যে বিএমডব্লিউ দিয়েছিল তা ইডি চাইলে বাজেয়াপ্ত করতে পারে।’

সুকেশের দেওয়া উপহার বাজেয়াপ্ত করবে ইডি, তদন্তে সহায়তা করার আশ্বাস জ্যাকলিন–নোরার


জ্যাকলিন ফার্নান্ডেজও একই কথা জানিয়েছেন ইডি আধিকারিকদের। জ্যাকলিন জানিয়েছেন যে তিনি সুকেশ চন্দ্রশেখরের বিষয়ে কিছুই জানতেন না এবং তিনি ইডির সঙ্গে সহযোগিতা করতে রাজি আছেন। তাই সুকেশের দেওয়া উপহার ইডি বাজেয়াপ্ত করতে পারে, তাতে জ্যাকলিনের আপত্তি নেই। অর্থ তছরূপ মামলার ৫ ধারার অধীনে এই সম্পত্তি বাজেয়াপ্তর পদ্ধতি করা হবে। সূত্রের খবর, ইডি জ্যাকলিন ও নোরার উপহার সহ অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করতে চলেছে কিন্তু তাদের চার্জশিট গঠন করার জন্য এই কাজে একটু দেরি হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, '‌ইডি পিঙ্কি ইরানিকে গ্রেফতার করেছে। আর এই গ্রেফতারের কাজ ইডিকে ব্যস্ত রেখেছিল। চার্জশিট গঠন, নতুন গ্রেফতার হওয়া অভিযুক্তের বয়ান রেকর্ড সবই সময় সাপেক্ষের কাজ। ইডি এই মামলায় আরও সাতজনকে গ্রেফতার করেছে, যারা তিহার জেলে রয়েছে। তারপর ইডিকে তাদের সাক্ষ্যও রেকর্ড করতে হবে, তাই কিছু সময় লাগতে পারে।’‌ ২০০ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিন ও নোরা এখন ইডির সাক্ষী। তাঁরাও তাঁদের বয়ান ইডির কাছে রেকর্ড করেছেন। তবে প্রশ্ন উঠছে কেন এই কাণ্ডে জ্যাকলিন ও নোরাকে অভিযুক্ত করা হল না?‌ ইডি এ প্রসঙ্গে জানিয়েছে যে উভয় অভিনেত্রী সুকেশের অপরাধমূলক কাণ্ডের বিষয়ে অবগত ছিলেন না। ইডি এ প্রসঙ্গে বলেছে, '‌আমাদের দেখতে হবে, যে ব্যক্তি উপহার গ্রহণ করছে সে ওই ব্যক্তির অর্থের উৎস সম্পর্কে জানেন কিনা, এটি অপরাধের আয়ের অংশ কিনা। আমরা দেখতে পেয়েছি যে জ্যাকলিন এবং নোরা এই বিষয়ে সচেতন ছিলেন না।’‌ প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে তিহার জেলে রয়েছে সুকেশ চন্দ্রশেখর। জেলের ভেতর থেকেই এক প্রাক্তন ব্যবসায়ীর স্ত্রীর থেকে ২০০ কোটি টাকা আত্মসাৎ করে। তার বিরুদ্ধে ১৫টি এফআইআর রয়েছে। ‌

English summary
ED will seized Jacqueline and Nora's gift given by Sukesh Chandrasekhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X