বিপাকে শ্রীলঙ্কা সুন্দরী, জ্যাকলিনের ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
রীতিমতো বিপাকে পড়লেন বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দুর্নীতি মামলায় ইডি ৭.২৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল জ্যাকলিনের। সূত্রের খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে ৭.১২ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, যা জ্যাকলিনের নামে রয়েছে।

সূত্রের খবর, অর্থ তছরূপ প্রতিরোধ আইনের অন্তর্গত এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই দুর্নীতি করে অর্থ আদায়ের পদ্ধতিতে সুবিধাভোগী ছিলেন জ্যাকলিন। জ্যাকলিন ও তাঁর পরিবারকে কম করে কোটি টাকার উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। যার মধ্যে রয়েছে বহুমূল্য ঘোড়া, চিনা মাটির বাসন এবং গয়না। এমনকী পোষ্য বিড়ালও। উপহার ছাড়াও সুকেশ জ্যাকলিনের পরিবারের সদস্যকে ১৭৩,০০০ মার্কিন ডলার ও ২৭ হাজার অস্ট্রেলিয়ান ডলার দিয়েছে।
প্রসঙ্গত, সুকেশের আর্থিক প্রতারণা মামলায় জ্যাকলিনকে এর আগে বহুবার জেরা করেছে ইডি। সেই সূত্রেই তদন্ত চালানো হয়েছিল। এজেন্সি সূত্রে খবর, চন্দ্রশেখর সুকেশের অপরাধমূলক আয়ের অন্যতম একজন সুবিধাভোগী জ্যাকলিন ফার্নান্ডেজ। অভিযোগ, ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ তাঁর তোলাবাজির টাকা দিয়েই বহুমূল্য জিনিস উপহার দিতেন অভিনেত্রীকে। জ্যাকলিন এখনও এই মামলায় অভিযুক্ত না হলেও তদন্তকারীরা তাঁকে ছাড়ও দেননি। শ্রীলঙ্কার অভিনেত্রী এখন দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।
চিনা সংস্থা শাওমির থেকে ৫ হাজার ৫১১ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি
দিল্লির এক ব্যবসায়ীর স্ত্রীকে প্রতারিত করে ২১৫ কোটি টাকা নেয় সুকেশ চন্দ্রশেখর। কেন্দ্র সরকারের একাধিক আধিকারিকের নাম করে সুকেশ ব্যবসায়ীর পরিবারকে ঠকিয়ে টাকা আদায় করে। এই ঘটনায় তার নামে অভিযোদ দায়ের করা হয়। গত বছর ৪ এপ্রিল ইডি তাকে গ্রেফতার করে। তবে তদন্ত মারফৎ এজেন্সি জানতে পারে যে প্রতারণা মামলা দায়ের হওয়ার পরও সুকেশ গতবছর অগাস্ট মাস পর্যন্ত জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ রেখেছিল।