(ছবি) জিমখানায় ব্যস্ত বলিউডের নায়ক-খলনায়কেরা!
কয়েক বছর আগে পর্যন্তও বলিউডে এহেন ফিটনেস পাগলামি চোখে পড়ত না। কিন্তু এখন বলিউড ছবিতে অভিনয়ের জন্য ফিটনেস ফান্ডা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে গিয়েছে। মেয়েদের যেখানে নিজেকে ছিপছিপে মেদবিহীন লাস্যময়ী চেহারায় গড়তে ব্যস্ত সেখানে বলিউডের নায়করা সিক্স প্যাক, এইট প্যাত অ্যাবসে নিজেদের যৌন আবেদন বাড়ানোর দিকে বিশেষ নজর দেন।
বলিউড অভিনেত্রীদের জিমে ওয়ার্ক আউটের কিছু বিরল ছবি!
বলিউডে 'ফিট বডি' কনসেপ্টটা প্রথম এনেছিলেন ধর্মেন্দ্র। কিন্তু সলমন খান সেই ফিটনেস ফান্ডাকে অন্য মাত্রা দিয়েছেন। এই প্রজন্মের প্রায় সব অভিনেতারাই এখন সিক্স প্যাক অ্যাব নিয়েই এসেছেন। এদের মধ্যে রয়েছেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা, টাইগার শ্রফ, সুরজ পাঞ্চলি প্রমুখ।
শুধু নতুন প্রজন্ম কেন সলমনের পাশাপাশি ৪০-৫০ বছর বয়সের অভিনেতারাও সিক্স প্যাক-এইট প্য়াকে মেতেছেন। এই তালিকায় শাহরুখ ও আমির অন্যতম। এছাড়াও প্যাক অ্যাবসের ধার না ধারলেও স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন অক্ষয় কুমারও ফিট থাকার জন্য জিমে কসরত করেন।
আসুন দেখে নেওয়া যাক বলিউড তারকাদের জিমখানায় সময় কাটানোর কিছু মূহূর্ত।

অজয় দেবগণ
সিংহম ছবির শুটিংয়ের সময় তোলা এই ছবিটি। অজয় নিয়মিত জিম করেন।

রণবীর সিং
রণবীর জিমে ব্যস্ত এই ছবিটি গুন্ডে ও রামলীলা ছবিটির সময় তোলা।

সলমন খান
সলমনই বলিউডে সিক্স প্যাক অ্যাব আনেন।

আমির খান
গজনী ছবির সময় আমির খানের কঠোর জিম অভ্যাস।

শাহরুখ খান
হ্যাপি নিউ ইয়ার ছবির সেটে কসরতে ব্যস্ত শাহরুখ। এই ছবিতে নিজের এইছ প্যাক অ্যাব দেখিয়েছিলেন কিং খান।

হৃতিক রোশন
বলিউডে হৃতিকের গ্রীক দেবতার মতো চেহারা আর কারও নেই। কৃষ ছবির সময় জিমে ডুগ্গু।

জন আব্রাহান
জন প্রচন্ডভাবে শরীর সচেতন। দিনের অধিকাংশ সময়ই তিনি জিমে কাটাতে ভালবাসেন। দোস্তানা ছবির সময় জনের জিম ট্রেনিং।

অর্জুন কাপুর
একসময়ে ৯০ কেজির গোলগাল মিষ্টি থেকে বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অর্জুন।

শাহিদ কাপুর
আর এখ জিম পাগল অভিনেতা হলেন শাহিদ। রোগা পাতলা ছেলের চকোলেট বয়ের ইমেজ ভেঙে বলিউডের হাডকোর অভিনেতা শাহিদ। নিজের শরীর নিয়ে অত্যন্ত সচেতন।

অর্জুন রামপাল
অর্জুনের মহিলা ভক্তদের সংখ্যা নেহাত কম নয়। আর তার অন্যতম কারণ কিন্তু অর্জুনের যৌন আবেদনে ভরা সুঠাম শরীর।

আয়ুষ্মান খুরানা
জিমে ব্যস্ত আয়ুষ্মান খুরানা।

রণবীর কাপুর
জিমে ওয়েট লিফ্টিংয়ে ব্যস্ত রণবীর কাপুর।

আর মাধবন
তনু ওয়েড মনু সিরিজ খ্যাত অভিনেতা আর মাধবন জিমে কসরতে ব্যস্ত।

সোনু সুদ
দাবাঙ্গ ভিলেন সোনু সুদ জিমে ওয়েট লিফ্টিংয়ে ব্যস্ত।

টাইগার শ্রফ
মার্শাল আর্টসে প্রশিক্ষণপ্রাপ্ত টাইগার শ্রফ জিমে ব্যস্ত।