For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিগর্ভ দিল্লি! কলম ধরলেন গুলজার, নেট দুনিয়ায় তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

রাজধানীর বুকে এখনও দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে হিংসার আঁচড়। নির্মম, নির্দয় সেই আঁচড় শুধু প্রাণ কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস রাখার ক্ষমতাও। গত ২৩ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে একের পর এক নারকীয় দৃশ্য উঠে এসেছে। যে দৃশ্যের কোলাজ ভয়াবহ। যার ফলাফল এখনও পর্যন্ত ৪২ জনের অকাল মৃত্যু। আর এই মৃত্যু মিছিল নিয় এবার কলম ধরলেন গুলজার।

অগ্নিগর্ভ দিল্লি! কলম ধরলেন গুলজার, নেট দুনিয়ায় তোলপাড়

নাগরিকত্ব ইস্যু নিয়ে গোটা দেশ যখন উত্তাল তখন বগু ব্যক্তিত্বই নিজের অবস্থান তুলে ধরেন। জাভেদ আখতার থেকে অনুরাগ কশ্যপের মতো ব্যক্তিত্বরা যেমন এর বিরোধিতা করেন, তেমনই সমর্থনে এগিয়ে আসেন অনুপম খেররা। কিন্তু তখনও সেভাবে সরব হতে দেখা যায়নি গুলজারকে। কিন্তু দিল্লিতে চরম হিংসার পর তিনি কল ধরেছেন। আর তাতে প্রশ্ন তুলেছেন যে, ধর্মকে তো কেউ নিজে থেকে বেছে নেয়নি, কারোর মা-বাবার কাছ থেকে পাওয়া ধর্ম তো কেউ নিজে নির্বাচন করেন না.. তাহলে এমন নির্মম দাঙ্গা হবে কেন? কোন প্রেক্ষাপটে লড়াই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের? ধর্ম যখন কেউ নিজে বেছেই নেননি, তাহলে কিসের লড়াই? প্রশ্ন তুলেছেন গুলজার।

প্রসঙ্গত, গুলজারের আগে দিল্লির পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছিলেন বলিউডের প্রখ্য়াত গীতিকার জাভেদ আখতার । এর আগে, বিশ্বের অন্যতম নামী ব্রিটিশ রক ব্য়ান্ড পিঙ্ক ফ্লয়েডের প্রাক্তন সদস্য রজার ওয়াটার্সের কণ্ঠেও ধ্বনিত হয়েছে নাগরিকত্ব ইস্যু ঘিরে বিরোধিতার সুর। তিনি পাঠ করেছেন আমির আজিজের লেখা 'সব ইয়াদ রাখা জায়েগা।'

English summary
Delhi Violence,Gulzar pens poem , posts in social media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X