For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গরুর মৃত্যু পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে বেশি প্রাসঙ্গিক', বুলন্দশহর হিংসা নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন

বুলন্দশহর হিংসা থেকে দেশের সামগ্রিক পরিস্থিতি, একাধিক বিষয় নিয়ে এদিন মুখ খোলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বুলন্দশহর কাণ্ডের প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে , তাঁর কটাক্ষের নিশানায় পড়ে উত্তর প্রদেশের বিজে

  • |
Google Oneindia Bengali News

বুলন্দশহর হিংসা থেকে দেশের সামগ্রিক পরিস্থিতি, একাধিক বিষয় নিয়ে এদিন মুখ খোলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বুলন্দশহর কাণ্ডের প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে , তাঁর কটাক্ষের নিশানায় পড়ে উত্তর প্রদেশের বিজেপি শাসিত যোগী সরকার। নাসিরুদ্দিন এদিন বলেন, 'গোরুর মৃত্যু , পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে বেশি প্রাসঙ্গিক'। স্বভাবতই ঘটনা ঘিরে তাঁর ক্ষোভ এই বিস্ফোরক কটাক্ষেই প্রমাণিত!

গরুর মৃত্যুর চেয়ে পুলিশের মৃত্যুর বেশি প্রাসঙ্গিক, বুলন্দশহর হিংসার ঘটনায় বিস্ফোরক নাসিরুদ্দিন

এক বিশেষ সাক্ষাৎকারে 'কারওয়াঁয়ে মহব্বত ইন্ডিয়া'র সঙ্গে আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, 'বিষ ছড়িয়ে পড়েছে। এই জিন (আত্মা)কে বোতলে আবার ভরে ফেলা কঠিন।.. দেশের এরকম অনেক জায়গায় আমরা দেখছি একটি গরুর মৃত্যুকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে একজন পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে।' এদিন নাসিরুদ্দিন শাহ প্রসঙ্গ তোলেন তাঁর সন্তানদের নিয়েও। তিনি জানান, তাঁর সন্তানদের কোনও ধর্মের গণ্ডিতে বেঁধে রাখেননি তাঁরা। কারণ তিনি ও স্ত্রী রত্না বিশ্বাস করেন 'খারাপ' ও 'ভালো'র সঙ্গে ধর্মের কোনও যোগ নেই।

'দেশের পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে , তা দেখে মনে হচ্ছে এই পরিস্থিতি শোধরাবার নয়'। এমন মন্তব্যেই এই সাক্ষাৎকারে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে , ভয় না পেয়ে ফুঁসে ওঠা উচিত।

English summary
Cow’s death more significant than death of police officer says Naseeruddin Shah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X