For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন এত সোনার গহনা পরতেন গায়ক বাপ্পি লাহিড়ি, জানেন কী সেই গহনার পরিমাণ ও মূল্য কত?

কেন এত সোনার গহনা পরতেন গায়ক বাপ্পি লাহিড়ি, জানেন কী সেই গহনার পরিমাণ ও মূল্য কত?

  • |
Google Oneindia Bengali News

বিখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি আজ মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি বলিউডের ডিস্কো ও পপ সঙ্গীতের জন্য বিখ্যাত এক ব্যক্তিত্ব ছিলেন। তাঁকে ডিস্কোর রাজা বলা হত। সুরকার ও গায়ক হিসাবে বাপ্পি লাহিড়ি বিখ্যাত থাকলেও তিনি কিন্তু আরেকটি জিনিসের জন্যও খুব বিখ্যাত ছিলেন। তাঁর নাম শুনলেই সবার আগে মনে পড়ত তাঁর গায়ে থাকা সোনার কথা। তিনি সোনার গহনা পরে থাকতে খুব ভালো বাসতেন। গায়কের গায়ে যে সোনার গহনা পরা ছিল তাঁর মূল্য কত, তা জানলে আপনারও চোখ উঠবে কপালে।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন

২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন

সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২০১৪ সালে। বাপ্পিদা তাঁর মনোনয়ন দাখিল করার সময় সোনা ও রুপোর বিবরণ দিয়েছিলেন। সেখানে তিনি মোট ৭৫২ গ্রাম সোনার কথা বলেছিলেন। তখন গহনার মূল্য বিবেচনা করলে দেখা যাবে ১৭ লক্ষ ৬৭ হাজার ৪৫১ টাকা। বর্তমানে এই ৭৫২ গ্রাম সোনার দাম ৪০ লক্ষ টাকা। তিনি প্রতি বছর সোনার জিনিস কিনতেন। তাছাড়াও তাঁর কাছে ৪.৬২ কেজি রুপো ছিল।

 তাঁর কাছে মোট সম্পদের পরিমাণ কত

তাঁর কাছে মোট সম্পদের পরিমাণ কত

লোকসভা নির্বাচনের সময় তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে তিনি সোনার পাশাপাশি রুপোর কথাও বলেছিলেন। তখন তাঁর কাছে ৪.৬২ কেজি মূল্যের রুপোর গহনা ছিল। তখন তাঁর মূল্য ছিল ২ লক্ষ ২০ হাজার টাকা। বর্তমানে যার মূল্য দাঁড়িয়েছে ২ লক্ষ ৯১ হাজার টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ ১২ কোটি টাকা।

সুরকারের ছিল ৫টি বিলাসবহুল গাড়ি

সুরকারের ছিল ৫টি বিলাসবহুল গাড়ি

তিনি বিজেপির হয়ে ২০১৪ সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১২ কোটি টাকার সম্পত্তি ছাড়াও তাঁর ৫টি গাড়ি ছিল বলে জানিয়েছিলেন। সুরকার সোনার পাশপাশি গাড়িরও খুব শখ ছিল।

 গায়কের কাছে ছিল BMW গাড়িও

গায়কের কাছে ছিল BMW গাড়িও

তিনি গাড়ি খুব পছন্দ করতেন। হলফনামা অনুযায়ী দেখা গিয়েছিল বিএমডব্লিউ ও অডি -সহ মোট ৫টি দামী গাড়ি ছিল তাঁর কাছে। গায়কের কাছে একটি বিএমডব্লিউ ও অডি বিলাসবহুল গাড়ি তিনি ব্যবহার করতেন। সেই সঙ্গে ছিল ফিয়েট ও একটি স্করপিও।

গায়কের স্ত্রীও সোনা ভালোবাসতেন

গায়কের স্ত্রীও সোনা ভালোবাসতেন

শুধু যে সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি সোনার গহনা ভালোবাসতেন তা নয় তাঁর স্ত্রীও খুব ভালোবাসেন সোনার গহনা। তাঁর স্ত্রীর নাম চিত্রানি লাহিড়ি। ২০১৪ সালে যে হলফনামা দিয়েছিলেন তাতে দেখা গেছে তাঁর স্ত্রীর কাছে সেই সময় ৯৬৭ গ্রাম সোনা ছিল। ৮.৯ কেজি রুপো ছিল, সেই সঙ্গে ছিল ৪ লক্ষ টাকার হীরের গহনা।

এলভিস প্রিসলির ভক্ত ছিলেন বাপ্পিদা

এলভিস প্রিসলির ভক্ত ছিলেন বাপ্পিদা

একটি সাক্ষাত্কারে প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি বলেছিলেন, তিনি এলভিস প্রিসলির ভক্ত ছিলেন ছোট থেকেই। তিনি অভিনয়ের সময়ে একটি সোনার চেন পড়তেন। তাঁকে দেখেই সুরকার ঠিক করেছিলেন তিনি যখন একদিন সফল হবেন এবং নিজের পরিচয় নিজেই গড়বেন তখন তিনিও গলায় চেন পড়বেন। আর সেটাই তিনি করেছিলেন।

ছবি সৌজন্য : বাপ্পি লাহিড়ির ইনস্টাগ্রাম

'দিলওয়ালো কি দুনিয়া' ছেড়ে চললেন বাপ্পি দা, বিদায় লগ্নে 'কভি অলবিদা না কেহনা' 'দিলওয়ালো কি দুনিয়া' ছেড়ে চললেন বাপ্পি দা, বিদায় লগ্নে 'কভি অলবিদা না কেহনা'

English summary
composer and singer bappi lahiri died in mumbai hospital do you know how much his propertys amount
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X