For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজ্ঞাপনে কুসংস্কারের প্রচার করছেন অমিতাভ বচ্চন, মামলা দায়ের সমাজকর্মীর

Google Oneindia Bengali News

বিজ্ঞাপনে কুসংস্কারের প্রচার করছেন বিগবি, মামলা দায়ের সমাজকর্মীর
মুম্বই, ২৯ মার্চ : কুসংস্কারকে তোল্লাই দিচ্ছেন সুপারস্টার অমিতাভ বচ্চন। এমনকী কুসংস্কার নিয়ে প্রচারও চালাচ্ছেন। অমিতাভ বচ্চনের অভিনীত একটি বিজ্ঞাপন নিয়ে তার বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতে মামলা করলেন পুনের এক সমাজকর্মী।

একটি হেল্থ ড্রিঙ্ক-এর বিজ্ঞাপন ঘিরেই সমস্যা। হেমন্ত পাটিল নামে ওই সমাজকর্মী মহারাষ্ট্র নরবলি বিরোধী ও অন্যান্য অমানবিক, অশুভ, অঘোরি কার্যকলাপ ও কালাজাদু ধারা, ২০১৩ অনুসারে অমিতাভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবং আদালতের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

আগামী ১৮ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট সীতা কুলকার্নি। আলোচ্য বিজ্ঞাপনে ভূতের ভূমিকায় দেখা গিয়েছে বিগ বি কে। আগেই ভুতনাথ বলে একটি ছবিতে ভূতের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ। সেই ছবিরই সিকোয়েল তৈরি হয়েছে ভুতনাথ রিটার্ন। এই বিজ্ঞাপনে ভূত সেজে অমিতাভ নিজের ছবি ভূতনাথ রিটার্নসের প্রচার করছেন বলে জানিয়েছেন হেমন্ত।

আগামী ১৮ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন মুম্বই আদালতের ম্যাজিস্ট্রেট

হেমন্তের কথায় , ওই বিজ্ঞাপন ভূত, আত্মার অস্তিত্ব ও তাদের তাড়াতে ম্যাজিকের মতো অমূলক বিষয়ের পক্ষে প্রচার চালাচ্ছে। এই ধরণের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের প্রচার সমাজের পক্ষে ক্ষতিকারক বলেও মন্তব্য করেন তিনি।

এর পাশাপাশি হেমন্ত পাটিলের অভিযোগ, এবিষয়ে বান্দ্রার একটি পুলিশ স্টেশনে আগেই তিনি অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন। কিন্তু বান্দ্রের ওই পুলিশ স্টেশনে তার অভিযোগ নিতে অস্বীকার করা হয়। এবং পরামর্শ দেওয়া হয় যাতে হেমন্ত এবিষয়ে আদালতের দারস্থ হন।

হেমন্তের উকিল ওয়াজিদ পাঠান জানিয়েছেন, ছোটদের হেল্থ ড্রিঙ্কের ওই বিজ্ঞাপনটি মোট ৪৫ সেকেন্ডের। অথচ বিজ্ঞাপনের আগে, পরে বা মাঝে এই ধরণের ইস্যুর সত্যতা অস্বীকারহেতু কোনও নির্দেশাবলী দেখানো হয়নি। এর ফলে এই সংস্থা এই ধরণের প্রচার করতে চাইছে বলেই ধরে নেওয়া যেতে পারে।

অনেক গুরুত্বপূর্ণ কখনও কখনও বিতর্কিত চরিত্রেও অভিনয় করেছেন। ভুতনাথ ছবিটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তবে ওই ছবির সময় কেন আওয়াজ তোলেননি এই সমাজকর্মী প্রশ্ন উঠছে তা নিয়ে। দেখা যাক অমিতাভের এই বিপদে 'ভূতনাথ' কোনও সাহায্য করতে পারেন কি না।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/yjsMEL2cOiM?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
Complaint against Amitabh Bachchan for promoting superstition in new advertisement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X