For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দন সেন থেকে ভরত কল, অভিষেকের এইভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউই

চন্দন সেন থেকে ভরত কল, অভিষেকের এইভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউই

Google Oneindia Bengali News

বাংলা বিনোদন জগতে পুনোরায় নক্ষত্র পতন, মাত্র ৫৭ বছর বয়সসেই সকলকে ছেড়ে না ফেরার দেশে পারি দিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মাত্র ৫৭ বছর বয়সে তাঁর এই হঠাত চলে যাওয়া মেনে নিতে পারছেননা কেউই। বিশেষত, তাঁর সহকর্মীরা এখনও ভাবতেই পারছেননা যে আর কখনও ফিরবেননা সকলের প্রিয় 'মিঠু দা'। টলিউডের একের পর এক অভিনেতা অভিনেত্রী স্মৃতিচারণ করছেন প্রিয় সহকর্মীকে নিয়ে। বিশেষত যে সব সিরিয়ালে শেষ দিন পর্যন্ত অভিনয় করে গিয়েছেন অভিষেক, সেই সব সিরিয়ালের কলাকুশলীরা ঘটনার আকস্মিকতা কাটিয়ে বিশ্বাসই করতে পারছেননা যে ক্যামেরা অ্যাকশনে আর নিজের শট দিতে আসবেননা অভিষেক চট্টোপাধ্যায়।

মজার স্মৃতি নিয়ে চন্দন সেন

মজার স্মৃতি নিয়ে চন্দন সেন

বাংলা বিনোদন জগতের অন্যতম কুশীলব চন্দন সেন তাঁর স্মৃতিতে বহু ঘটনা উত্থাপন করেছেন অভিষেক চট্টোপাধ্যায় সম্পর্কে। কীভাবে তিনি সেটে সকলকে মাতিয়ে রাখতেন সে বিষয়ে জানিয়েছেন চন্দন। প্রভাত রায়ের 'লাঠি' ছবিতে অভিনয় সূত্রে পরিচয় বহুদিনের হলেও ধারাবাহিক 'ইচ্ছেনদী'থেকে একে অপরের সঙ্গে নিয়মিত সময় কাটিয়েছেন অভিষেক ও চন্দন। সেক্ষেত্রে তিনি যে কতটা পরিমেয় ছিলেন স্মৃতিতে সেই কথা উল্লেখ করেছেন চন্দন সেন। পাশাপাশি অভিষেক কখনও নতুন কলাকুশলীদের জুনিয়র ভাবতেননা, এবং সকলের সঙ্গে হাসি ঠাট্টা মজা করতেন বলেই জানালেন চন্দন সেন।

 শোকস্তব্ধ মনামী ঘোষ

শোকস্তব্ধ মনামী ঘোষ

বাংলা সিরিয়াল এবং সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ দীর্ঘদিনের পরিচিত ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে। সকালেই এরকম দুঃখের খবর পেয়ে তিনি এককথায় বাক্রুদ্ধ হয়ে গিয়েছেন। স্যোশাল মিডিয়া সাইটে পোস্ট করে নিজের ভাব প্রকাশ করেছেন মনামী। তিনি লিখেছেন 'কিছু বলার নেই মিঠুদা'।

শেষ যাত্রায় সামিল ভরত কল

শেষ যাত্রায় সামিল ভরত কল

সকালের একটা খবর, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই, এককথায় নারা দিয়ে গিয়েছে সকলকেই। বাংলা বিনোদন জগতের অন্যতম অভিজ্ঞ অভিনেতা ভরত কল খবর পেয়েই ছুটে গিয়েছেন অভিষেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়ি। সেখানে গিয়ে ভেঙ্গে পড়েন তিনি। "বহুদিনের পরিচয়, কিন্তু এভাবে চলে যাবে ভাবতে পারিনি। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকলেও নিজের শরীরের প্রতি একদমই যত্ন নিত না" এমনটাই জানিয়েছেন ভরত কল।

 আবেগঘন তৃণা সোনা

আবেগঘন তৃণা সোনা

ধারাবাহিক খড়কুটোর 'গুণগুণ' তৃণা সাহা এবং ধারাবাহিক মোহরের নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সোনা সাহা, এই দুটি সিরিয়ালেই অভিনয় করছিলেন অভিষেক। সেখানে তৃণা সাহার বাবা এবং সোনা সাহার শ্বশুরমশাই এর চরিত্রে অভিনয় করছিলেন তিনি। দুজনেই প্রিয় 'মিঠু দা'র এই হঠাত চলে যাওয়া একদমই মেনে নিতে পারছেন না। কান্নায় ভেঙ্গে পড়েছেন সকলেই।

সকলকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়, ফিরে দেখা অভিনেতার সফর সকলকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়, ফিরে দেখা অভিনেতার সফর

English summary
co stars on sudden death of actor abhishek chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X