
বসন্তের বিলাপে বাঙালিকে রেখে জীবনাবসান চিন্ময় রায়ের, একনজরে তাঁর জীবনসফর
বসন্তের এই সকাল যেন বিলাপের সুরেই ঘুম ভাঙিয়েছে বাঙালিকে। যে ব্যক্তিত্ব স্ক্রিনের সামনে আসলেই হাসি ধরে রাখতে পারেনি বাঙালি, আজ তিনিই কাঁদিয়ে চলে গেলেন। চলে গেলেন বাংলার স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ হাস্যকৌতূক অভিনেতা চিন্ময় রায়।
'চারমূর্তি ' ছবিত একটা প্রকাণ্ড 'হাঁ' করে মাছের মাথা কামড়ানোর চেষ্টা.. কিংবা 'ধন্যিমেয়ে' ছবিতে আইনজীবী হয়েও তাঁকে উত্তম কুমার 'বেআইনী' বলে ডাকলেই এক অসামান্য অভিব্যক্তি নিয়ে সাড়া দেওয়া.. সব কিছুতেই চিন্ময় রায়ের জায়গায় আর কাউকে ভাবতে পারেনি বাঙালি। আর এখানেই তাঁর শ্রেষ্ঠত্ব, এখানেই তিনি 'চিন্ময় রায়'। কেমন ছিল তাঁর জীবনসফর দেখে নেওয়া যাক।

শুরুর গল্প
বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্ম চিন্ময় রায়ের। ১৯৪০ সালের ১৬ জানুয়ারি জন্ম নেন চিন্ময় রায়। জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়েছেন এদেশে। থিয়েটারের নাট্যমঞ্চে অভিনয়ের পর সিনেমায় পা রাখা.. এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি প্রখ্যাত এই অভিনেতাকে।

নাট্যজগত থেকে সিনেমা
চিন্ময় রায়ের অভিনয় জগতের শুরুই থিয়েটার ও নাট্যদলের সঙ্গে। নান্দীকারের প্রথম ভাঙন তিনি নিজের চোখে দেখেছিলেন। নিজের আত্মজীবনীতে তিনি লিখেও ছিলেন নান্দীকার ছেড়ে দেওয়াটা তাঁর জীবনের ভুল। এরপর শুরু করেন নাট্য ওয়ার্কশপ। তবে তার পরেও বহুবার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকার জন্য আফসোস করে গিয়েছিলেন চিন্ময় রায়।

সিনেমা জগতে চিন্ময়
চিন্ময় রায়ের প্রথম ছবি 'গল্প হলেও সত্যি' । আত্মজীবনী ' যে জীবন ফড়িংয়ের' তে লিখেছিলেন ম্যাট্রিকুলেশনে থার্ড ডিভিশনে পাশ করা এক ছেলেকে এভাবে বাঙালি দর্শক যে আপন করে নেবে, জনপ্রিয়তায় ভাসিয়ে দেবে, তা কখনওই ভাবতে পারেননি তিনি।

জুঁইয়ের সঙ্গে প্রেম পর্ব...
স্ত্রী জুঁইয়ের বিষয়ে তিনি যে রক্ষণশীল ছিলেন একটু তা টলি পাড়ায় অনেকেই বলে থাকেন। 'ননীগোপালের বিয়ে' ছবিটিতে শ্যুটিং এর সময় জুঁইকে তিনি প্রেম নিবেদন করেন। এরপর বিয়ে। তবে জুঁইকে হারিয়ে তিনি বেশ খানিক বছর অবসাদে ভুগেছিলেন। এরপর সংসার এগিয়েছে। তাঁর মেয়ে বর্তমানে চেন্নাই নিবাসী।

টেনিদা, ননীগোপালকে ভুলবে না বাঙালি!
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট টেনিদার চরিত্র সিনেমার পর্দায় অসামান্য পারদর্শিতায় ফুটিয়ে তুলে ছিলেন চিন্ময় রায়। শুধু তাই নয়, সত্যজিৎ রায়ের ' গুপী গাইন বাঘা বাইন' ছবি, এছড়াও রবি ঘোষ , জহর গঙ্গোপাধ্য়ায় উত্তম কুমারের সঙ্গে 'ধন্যি মেয়ে', সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 'বসন্ত বিলাপ', 'ননীগোপালের বিয়ে' এর মতো একাধিক ছবিতে মন দর্শকের মনে জায়গা করে নেন বাঙালির চিন্ময় রায়।