For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিশ্চিত চাকরি ছেড়ে অভিনয়ে এসেছিলেন যে সকল বলি তারকারা

নিশ্চিত চাকরি ছেড়ে অভিনয়ে এসেছিলেন যে সকল বলি তারকারা

  • |
Google Oneindia Bengali News

বলিউডে অভিনয়ের স্বপ্ন দেখেন না এমন অভিনেতা খুব কমই রয়েছেন। তাই অনেকেই ভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকলেও অভিনয়ের টানে চলে আসেন স্বপ্ননগরী মুম্বইয়ে। বলিউডের নামজাদা অভিনেতা হয়ে ওঠার একদিনের গল্প নয়। তার জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন প্রতিভা ও ধৈর্যের। পরিশ্রম এবং ভাগ্যের দ্বারা অনেকেই প্রতিষ্ঠা পান বি-টাউনে। এমন কয়েকজন বি-টাউনের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা আছেন,যারা চাকরির নিশ্চয়তাকে বুড়ো আঙুল দেখিয়ে পা রেখেছিলেন বি-টাউনে।

এই অভিনেতারা কিন্তু অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেননি। তারা প্রথমে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। আজ তারা প্রত্যেকেই অভিনয় জগতের নামজাদা অভিনেতা।

তাপসী পান্নু

তাপসী পান্নু

গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি পাশ করার পর তাপসী পান্নু একজন প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। কিন্তু তিনি শীঘ্রই চাকরি ছেড়ে দেন এবং চ্যানেল ভি এর গেট গর্জিয়াস-এর মতো শোগুলির জন্য মডেলিং এবং অডিশনে অংশ নেন।

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানার প্রথমে একজন রেডিও জকার ছিলেন। তারপরে তিনি টেলিভিশন শো-তে সঞ্চালনা শুরু করেন। সেখানেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। ধীরে ধীরে জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন।

জন আব্রাহাম

জন আব্রাহাম

বলিউডের অন্যতম সফল অভিনেতা জন আব্রাহাম। তিনিও অভিনয় জগতে পা রাখার আগে কাজ করতেন মিডিয়া প্ল্যানার হিসেবে। তিনি গ্র্যাজুয়েশন করেছেন ইকোনমিক্স নিয়ে। তারপর মাস্টার্স করেছেন ম্যানেজমেন্ট সায়েন্স নিয়ে।

 রণবীর সিং

রণবীর সিং

বলিউডের অন্যতম সফল অভিনেতাদের মধ্যে একজন রণবীর সিং। এইচ আর কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর তিনি কপি রাইটিংয়ের চাকরি করতেন। পরে সেই চাকরিতে ইতি টেনে অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নেন।

 পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া

পড়াশুনোয় মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত পরিণীতি চোপড়া লন্ডন থেকে ইকোনমিক্স এবং ফাইন্যান্স নিয়ে পড়াশুনো শেষ করেন। তারপর যশ রাজ ফিল্মসের মার্কেটিং বিভাগেই কাজ করছিলেন।

তারপর অভিনয়ের জগতে ঢুকে পড়েন পুরোপুরিভাবে পরিণীতি ।

রণদীপ হুডা

রণদীপ হুডা

রণদীপ হুডা অভিনয় জগতে প্রবেশের আগে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা এবং বিপণনে মাস্টার্স শেষ করেন। এরপর তিনি একটি নামকরা কম্পানিতে ভালো পোস্টে নিযুক্ত হন। কিন্তু অভিনেতার প্রথম থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। অভিনয়ের টানে চাকরিকে বুড়ো আঙুল দেখিয়ে মুম্বাই চলে আসেন।

 সায়নী গুপ্তা

সায়নী গুপ্তা

সায়নী গুপ্তা দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক হন এবং সেখানে থাকাকালীন তিনি নাটকে অংশ নিয়ে থিয়েটার এবং অভিনয়ের প্রতি আকৃষ্ট হন। যদিও, প্রাথমিকভাবে, তিনি ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে গবেষণা সংস্থার সাথে কাজ শুরু করেন। কিন্তু অভিনয়কে পেশা করার তাগিদে সায়নী শীঘ্রই পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পড়াশোনা করেন এবং পরবর্তীতে অভিনয় জগতে প্রবেশ করেন।

বন্দুক হাতে নতুন অ্যাডভেঞ্চার, '‌গুডলাক জেরি’‌তে সামনে এল জাহ্নবীর ফার্স্ট লুকবন্দুক হাতে নতুন অ্যাডভেঞ্চার, '‌গুডলাক জেরি’‌তে সামনে এল জাহ্নবীর ফার্স্ট লুক

English summary
bollywood actors who left their jobs to pursue acting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X