For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানি লিওনিকে হুমকি বিজেপি মন্ত্রীর, চাপে পড়ে ‘‌মধুবন’‌ গানের কথা বদলাতে রাজি সারেগামা

‘‌মধুবন’‌ গানের কথা বদলাতে রাজি সারেগামা

Google Oneindia Bengali News

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চান না বলিউডের হট অভিনেত্রী সানি লিওনির। সদ্য মুক্তিপ্রাপ্ত গান '‌মধুবন মে রাধিকা নাচে’‌ নিয়ে রীতিমতো বিপদে পড়লেন সানি। স্বল্প পোশাকে সানির এই যৌন আবেদনে ভরা নাচ, দৃশ্যায়ন নিয়ে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তাঁর দাবি এই গানের ভিডিও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই বিজেপি মন্ত্রী স্পষ্ট জানান, আগামী তিন দিনের মধ্যে ইউটিউব থেকে ওই নাচের ভিডিও তুলে নিতে হবে। নতুবা আইনি পদক্ষেপ নেবেন তিনি। এরপরই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল এই গানের নির্মাতারা। মিউজিক লেবেল সারেগামাপা–এর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই গানের কথা পরিবর্তন করা হবে।

নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয় সানিকে

নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয় সানিকে

এই গানের ভিডিও মুক্তি পাওয়ার পরই নেটিজেনদের একাংশের রোষের মুখেও পড়েন সানি। তার ওপর নতুন করে যোগ হয়েছে বিজেপি নেতাদের হুমকি। রবিবার, ২৬ ডিসেম্বর, বিজেপি মন্ত্রী সানি লিওনি সহ গায়ক শারিব ও তোশিকে সতর্ক করে জানিয়েছেন যে তাঁরা যেন ক্ষমা চান এবং তিনদিনের মধ্যে এই ভিডিও ইউটিউব থেকে যেন সরিয়ে নেওয়া হয়, নয়ত আইনি পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বরই ইউটিউব চ্যানেলে এই গানের ভিডিও মুক্তি পেয়েছে। সারেগামা তাদের এক বিবৃতিতে বলেছে, '‌দর্শকদের তরফে মেলা প্রতিক্রিয়া এবং সবার ভাবাবেগের কথা মাথায় রেখে আমরা এই গানের কথায় পরিবর্তন করব এবং অবশ্যই গানের নামও বদলে দেওয়া হবে। বিতর্কিত গানের বদলে নতুন গানটা সব প্ল্যাটফর্মেই আগামি তিন দিনের মধ্যেই নিয়ে হাজির করব আমরা।'‌

রাধা মাকে অপমান

মধ্যপ্রদেশ সরকারের মুখপাত্র নরোত্তম মিশ্র জানিয়েছেন যে হিন্দুরা রাধা মাকে পুজো করেন এবং এই গানটি সেই সব মানুষের ভাবাবেগে আঘাত করেছে। স্বল্প বস্ত্রে আইটেম গানে সানির নাচ শ্রী রাধিকার সংস্কৃতিকে খাটো করেছে বলেই নরোত্তম মিশ্র মনে করছেন। এই গান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিশ্র বলেছেন, '‌কিছু বিধর্মী ক্রমাগত আমদের হিন্দু আবেগকে আঘাত করছেন। মধুবন মে রাধিকা নাচে এই ভিডিওটি এরকমই একটি নিন্দনীয় প্রচেষ্টা। আমি সানি লিওনি জি, শারিব ও তোশি জিকে সতর্ক করে জানিয়েছি যে এটা বোঝার জন্য। ক্ষমা চাওয়ার তিনদিনের মধ্যে যদি ভিডিও ইউটিউব থেকে না সরানো হয় তবে আমরা তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।'‌ গত সপ্তাহেই এই গানি মুক্তি পেয়েছে। এই গানটি কম্পোজ করেছেন ও গেয়েছেন শারিব ও তোশি, কণিকা কাপুর।

কোহিনুর সিনেমার গানের রিক্রিয়েশন

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর সানি টুইট করে বলেন, '‌নতুন গান আসছে, পার্টি ভাইবস শুধুমাত্র মধুবন!‌'‌ এই পোস্টের সঙ্গে তিনি ভিডিওটিও শেয়ার করেন। এই গানের কিছু শব্দ ১৯৬০ সালে কোহিনুর সিনেমার আইকনিক গান '‌মধুবন মে রাধিকা নাচে রে'‌ থেকে নেওয়া। এই গানটি গেয়েছিলেন প্রয়াত কিংবদন্তী গায়ক মহম্মদ রফি এবং সেই গানে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা দিলীপ কুমারকে।

মথুরার পুরোহিতদের আপত্তি সানির ভিডিও নিয়ে

বিজেপি নেতার হুমকির পরই সোশ্যাল মিডিয়ায় সানি লিওনিকে গ্রেফতার করার ট্রেন্ড চালু হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ট্রেন্ড দেখতে পাওয়া যায়। শনিবার উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতরা সানির এই ভিডিওর ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি তোলেন। তাঁদের অভিযোগ মধুবন গানে সানির আপত্তিকর নাচ তাঁদের হিন্দু ভাবাবেগে আঘাত করেছে।

নরোত্তম মিশ্র এর আগেও সরব হয়েছেন

নরোত্তম মিশ্র এর আগেও সরব হয়েছেন

এর আগে অক্টোবরে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে বিতর্কিত মঙ্গলসূত্রের বিজ্ঞাপন তুলে নিতে 'বাধ্য' করেছিলেন নরোত্তম মিশ্র। একিভাবে কিছুদিন আগে ডাবর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদের ফেম ক্রিম ব্লিচের বিজ্ঞাপন তুলে নিতে বাধ্য হয়। সেই বিজ্ঞাপনে দেখানো হয়েছিল যে একই লিঙ্গের যুগল করওয়া চৌথ পালন করছেন এবং চালুনির মাধ্যমে একে-অপরকে দেখছেন। নরোত্তম মিশ্র এখানেও বাধ সাধেন এবং জানান যে এই বিজ্ঞাপন আপত্তিকর এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

English summary
bjp miniter warned sunny leone saregama agrees to change madhuban song lyrics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X