• search

গৌতম গুলিটির বিগ বস ৮ সফর দেখে নিন ছবিতে

Subscribe to Oneindia News
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  প্রথম থেকেই দর্শকদের ভালবাসা পেয়েছিলেন, শেষ পর্যন্ত ধরেও রাখতে পারলেন। আর তাই তো শেষ পর্যন্ত করিশ্মা তান্না ও প্রীতম সিংকে হারিয়ে বিগ বস ৮-এর জয়ী গৌতম গুলাটি

  আরও পড়ুন: বিদেশীনির সঙ্গে গৌতম গুলাটির চুম্বন সেলফি সোস্যাল মিডিয়ায় ভাইরাল

  আরও পড়ুন: (ছবি) বিগ বস ৮: সলমন খান ও গৌতম গুলাটি মিলে দর্শকদের বোকা বানাচ্ছেন!

  প্রত্যেক প্রতিযোগীরই এই বাড়িতে চড়াই উতরাই সময় কেটেছে। গৌতমের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। দর্শকদের সমর্থন প্রথম থেকে পেলেও প্রতিযোগীদের মধ্যে কখনওই সেভাবে পছন্দের পাত্র হয়ে উঠতে পারেননি গৌতম। কিন্তু দর্শক ও সমর্তকদের ভালবাসায় হয়েছেন বিগ বস চ্যাম্পিয়ান। ঠিক গহর খানের মতো। বিগ বস ৭-এ গহরও প্রতিযোগীদের মধ্যে ততটা জনপ্রিয় না হলেও দর্শকের অপার ভালবাসায় হয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন।

  বিগ বসে আসার আগে কজনই বা চিনত গৌতম গুলাটিকে। সেই গৌতম গুলাটিই এখন টুইটারে ট্রেন্ডিং, যেমন #GautamGulatiToWinBiggBoss, #NextSuperStarGautamGulati and #WeAreWithGautam ইত্যাদি। গৌতমকে ফরহা চ্যাম্পিয়ন ঘোষণা করার আগেই টুইটারে দর্শকদের বিচারে জয়ী হয়ে গিয়েথিলেন গৌতম।

  গৌতমের বিগ বস সফরের চড়াই উতরাই দেখে নিন ছবির কোলাজে।

  করিশ্মার সঙ্গে লড়াই

  করিশ্মার সঙ্গে লড়াই

  প্রথম টাস্কেই করিশ্মাকে গালি দেন গৌতম। হাইজ্যাক টাস্কে চেয়ার থেকে ওঠানোর জন্য গৌতমের মুখে লঙ্কাবাটা লাগাতে থাকে করিশ্মা। এর জেরে মেজাজ হারিয়ে করিশ্মাকে গালি দেন গৌতম এর পর থেকেই দুজনের মধ্যে একটা দুরত্ব তৈরি হয়। সারা বিগ বস হাউস গৌতমের বিরুদ্ধে চলে যায়।

  গৌতমের ফ্লার্টবাজি

  গৌতমের ফ্লার্টবাজি

  গৌতম রঙিন মেজাজের যে তা তার আচরণে বারবার ধরা পড়েছে। সোনালি রাউত থেকে ডায়েন্ড্রা সোয়ারেস, মেহেক চেহেল থেকে সুকীর্তি সবার সঙ্গে ফ্লার্ট করতে দেখা গিয়েছে গৌতমকে।

  ডায়েন্ড্রা বিতর্ক

  ডায়েন্ড্রা বিতর্ক

  বাড়ির ভিতরে হাজারো ঝগড়া ঝামেলার পর একে অপরের হঠাৎ করে কাছে চলে আশে গৌতম-ডায়েন্ড্রা। বহুবার দেখা গিয়েছে ডায়েন্ড্রা গৌতমের হাত ধরে রয়েছেন, গালে চুমু দিচ্ছেন, জড়িয়ে ধরছেন। এমনকী বাথরুমের ভিতরে গিয়ে দরজা পর্যন্ত বন্ধ করে দিচ্ছেন।

  বাবা পুনীত

  বাবা পুনীত

  বাড়ির ভিতর পুনীত এবং গৌতমের কেমিস্ট্রি নিয়ে বহু বিতর্ক শুরু হয়। প্রতিযোগীদের একাংশ মনে করতে শুরু করেন গৌতম নিজের নয় পুনীতের বুদ্ধিতে চলছেন। এমনকী সোস্যাল মিডিয়ায় এই নিয়ে হাসি খোরাকও শুরু হয়ে যায়, গৌতম পুনীতের দত্তকপুত্র বলে মজা ওড়ানো হয় পুনীত-গৌতমের।

  প্রীতমের সঙ্গে ঝগড়া

  প্রীতমের সঙ্গে ঝগড়া

  প্রথম থেকে প্রীতম গৌতমের পাশে বিভিন্ন মুহূর্তে দাঁড়িয়েছেন। কিন্তু তবুও পরের দিকে প্রীতমের উপরই বিশ্বাসঘাতকতার প্রশ্ন তুলে বহুবার ঝগড়া করেছেন গৌতম। সম্ভাবনার এলিমিনেশনের দিন এমনই একটি ঝগড় বিশাল আকার নেয়।

  মাউথ টু মাউথ

  মাউথ টু মাউথ

  সবার সামনে গৌতমকে চুমু দেওয়ার চ্যালেঞ্জ ছোড়েন আলি। এমনকী গৌতমের ঠোঁটের তলার তিল যা বিগ বস হাউসের অন্য কোনও প্রতিযোগী দেখতে পাননি তা আলি কী করে দেখলেন তা ভেবে অবাক হয়ে যান গৌতম।

  গৌতমের কান্না

  গৌতমের কান্না

  বিভিন্ন কারণে আবেগপ্রবণ হয়ে কান্না শুরু করে দিতেন গৌতম। পুরুষ প্রতিযোগীদের মধ্যে গৌতমই সবচেয়ে বেশি কেঁদেছেন বিগ বসের বাড়িতে। আলি টাস্কে গৌতমকে উত্যক্ত করলে কেন কেউ তাঁর পাশে দাঁড়ায়নি তা ইস্যু করেও বাড়িতে কেঁদেছিলেন গৌতম।

  ফিয়ার ফ্যাক্টক টাস্ক

  ফিয়ার ফ্যাক্টক টাস্ক

  ফিয়ার ফ্যাক্টর টাস্কে সম্ভাবনাকে হারিয়ে জয়ী হয়েছিলেন গৌতম।

  সিক্স প্যাক অ্যাব

  সিক্স প্যাক অ্যাব

  গৌতম যে সলমনের পরম ভক্ত তা বোঝা যেতে ঘন ঘন গৌতমের শার্টি খুলে দেওয়া দেখেই।

  মায়ের সঙ্গে দেখা

  মায়ের সঙ্গে দেখা

  বিগ বসের বাড়িতে যখন মায়ের সঙ্গে গৌতমের দেখা হল সে মুহূর্তটা ছিল ভীষণ স্পেশ্যাল।

  দাদা মোহিতের আগমন

  দাদা মোহিতের আগমন

  ফ্রিজ-রিলিজ টাস্কে গৌতমের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতমের দাদা মোহিত। এসেছিলেন ডায়েন্ড্রাও।

  'হিরো' গৌতম

  'হিরো' গৌতম

  যেখানে প্রতিযোগীরা সবসময় গৌতমকে নেগেটিভ বলে অভিযোগ তুলতেন সেখানে খোদ সলমন খান মনে করতেন গৌতম শো-এ হিরো।

  করিশ্মাকে হারালেন

  করিশ্মাকে হারালেন

  হাইজ্যাক টাস্কে করিশ্মা তান্নাকে হারালেন গৌতম।

  জ্যোতিষবিদ পণ্ডিত জনার্দনের সঙ্গে

  জ্যোতিষবিদ পণ্ডিত জনার্দনের সঙ্গে

  পণ্ডিত জনার্দন গৌতমের হাত দেখে বলেন, গৌতমের জীবনে দুটি 'সিরিয়াস রিলেশনশিপ' ছিল। এখনকার সম্পর্ক বেশিদিন চলবে না। একইসঙ্গে পণ্ডিতজি এও বলেন গৌতমের সঙ্গে যে মেয়েটির বিয়ে হবে তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত হবে।

  চ্যাম্পিয়ন

  চ্যাম্পিয়ন

  গ্র্যান্ড ফিনালেতে বিগ বস ৮ -এর চ্যাম্পিয়ন হলেন গৌতম।

  English summary
  Gautam Gulati’s Bigg Boss 8 Journey In Pictures

  Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
  সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more