গ্লোবাল ব্লকবাস্টার, বাহুবলীকে টক্কর দিচ্ছে সলমন খানের ভারত
শুরুতেই সুপারহিট ছিল সলমন খানের ভারত। ইদ রিলিজ হওয়ার সুবাদে টাকা বেশকয়েকটা দিন ছুটি ছিল। সেটা অনেকটা লাভ দিয়েছে। তারপরে আর পিছন ফিরে দেখতে হয়নি। চার দিনেই ১০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছিল ভারত। এবারই প্রথম সলমন খানের এই ছবি ভারতের পাশাপাশি সৌদি আরবেও মুক্তি পায়। সেখানেও বিপুল সাফল্যের মুখ দেখেছে। গ্লোবাল বক্স অফিসের কালেকশনে ৩২৫ কোটির পর্যায়ে পৌঁছে গিয়েছে সলমন খানের ভারত।

একটি দক্ষিণ কোরিয় ছবি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ভারত। চিত্রনাট্য লিখেছেন আলি আব্বাস জাফর এবং বরুণ ভি শর্মা। প্রযোজনা করেছেন সলমন খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রি এবং ভূষণ কুমার। ছবিতে সলমন খানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও রয়েছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার, জ্যাকি স্রফ।
দেশভাগের পরবর্তী সময়ের প্রেক্ষা পটেই ঘোরাফেরা করেছে ছবির গল্প। জাতীয়তাবোধ কেন্দ্রীক একটি ছবি তৈরির চেষ্টা করেছেন পরিচালক। যা মন ছুঁয়ে গিয়েছে সব স্তরের দর্শকদের।