(ছবি) 'বজরঙ্গী ভাইজান'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে চাঁদের হাট
অপেক্ষা আর কয়েকঘণ্টার। শুক্রবারই মুক্তি পাবে সলমন খান অভিনীত সিনেমা বজরঙ্গী ভাইজান। এই সিনেমায় যে চরিত্রে সলমন অভিনয় করছেন তাঁর নাম পবন কুমার চতুর্বেদী। সে বজরঙ্গবলীর ভক্ত বলে তাঁকে ডাকা হয় বজরঙ্গী নামে। এহেন বজরঙ্গীর পরিচয় হয় কথা বলতে না পারা মূক একটি মেয়ের সঙ্গে যে পাকিস্তান থেকে কোনওভাবে ভারতে এসে হারিয়ে গিয়েছে। তাকে পাকিস্তানে ফেরানো নিয়েই গড়ে উঠেছে গোটা চিত্রনাট্য।
সলমন ছাড়া সিনেমায় রয়েছেন করিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। করিনার চরিত্রটির নাম রাশিকা ও নওয়াজ এখানে পাকিস্তানি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন।
সম্প্রতি সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল মুম্বইয়ে। সেখানে উপস্থিত ছিলেন সলমনের খুব কাছের কিছু সেলেবস ও পরিবারের সদস্যরা। নিচের স্লাইডে দেখে নিন সেলেবসদের নিয়ে কীভাবে জমে উঠল ভাইজানের স্পেশাল স্ক্রিনিং।

সলমান খান
ক্যাসুয়াল নীল টি-শার্টে একেবারে ঝকঝকে সলমন খান হাজির স্পেশাল স্ক্রিনিংয়ে।

করণ জোহর
পরিচালক করণ জোহরও হাজির হয়েছিলেন 'বজরঙ্গী ভাইজান'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে।

সলমন-কবীর
স্ক্রিনিংয়ে ফাঁকে ছবির পরিচালক কবীর খানের সঙ্গে সলমন খান।

জ্যাকলিন ফার্নান্ডেজ
কিছুদিন আগে শোনা গিয়েছিল জ্যাকলিনের সঙ্গে মনোমালিন্য হয়েছিল সলমনের। তবে 'কিক'-এর নায়িকাও হাজির ছিলেন স্ক্রিনিংয়ে।

সোনাক্ষী সিনহা
সলমনের খুব কাছের সোনাক্ষী সিনহা ভাইকে নিয়ে উপস্থিত হয়েছিলেন স্পেশাল স্ক্রিনিংয়ে।

সঙ্গীতা বিজলানি
সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও হাজির হয়েছিলেন সলমনের আমন্ত্রণে।

ডেইসি শাহ
'জয় হো' সিনেমায় সলমনের সঙ্গে অভিনয় করা ডেইসিও ছিলেন আমন্ত্রিতদের তালিকায়।

নিখিল দ্বিবেদী
স্ত্রীকে নিয়ে স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অভিনেতা নিখিল দ্বিবেদী।

কবীর খান
পরিচালক কবীর খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর ব্যস্ত ছিলেন অভ্যাগতদের আমন্ত্রণ জানাতে।

পুলকিত সম্রাট
অভিনেতা পুলকিত সম্রাটও এসেছিলেন সলমনের ডাকে।

আলভিরা
সলমনের বোন আলভিরা ও তাঁর স্বামী অতুল অগ্নিহোত্রীও ছিলেন অতিথি তালিকায়।

অর্পিতা খান
সলমনের প্রিয় বোন অর্পিতা খান উপস্থিত ছিলেন স্বামী আয়ুষ শর্মাকে নিয়ে।

ভূষণ কুমার
টি-সিরিজের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারকেও দেখা গিয়েছে 'বজরঙ্গী ভাইজান'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে।

ডেভিড ধাওয়ান
'বজরঙ্গী ভাইজান'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের সাক্ষী ছিলেন পরিচালক ডেভিড ধাওয়ানও।