For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্যুটিং বন্ধ করে জঙ্গি হামলার প্রতিবাদে কী করলেন অমিতাভ-শেওয়াগরা! উঠল নয়া দাবি

গুরগাঁওতে ফিল্ম সিটিতে চলছিল অমিতাভ বচ্চনের 'ব্রহ্মাস্ত্র 'ফিল্মের শ্যুটিং। অন্য়দিকে বীরেন্দ্র শেওয়াগ, হরভজন সিংদের নিয়ে একটি বিজ্ঞাপনের শ্যুটিংও চলছিল।

  • |
Google Oneindia Bengali News

গুরগাঁওতে ফিল্ম সিটিতে চলছিল অমিতাভ বচ্চনের 'ব্রহ্মাস্ত্র 'ফিল্মের শ্যুটিং। অন্য়দিকে বীরেন্দ্র শেওয়াগ, হরভজন সিংদের নিয়ে একটি বিজ্ঞাপনের শ্যুটিংও চলছিল। তবে কিছুক্ষণের জন্য সেই ফিল্ম শ্যুট বন্ধ রেখে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের হত্যার প্রতিবাদে সামিল হন তারকারা।

শ্যুটিং বন্ধ করে জঙ্গি হামলার প্রতিবাদে কী করলেন অমিতাভ-শেওয়াগরা! উঠল নয়া দাবি

২৪ টি ফিল্ম অ্যাসোসিয়েশন, যার মধ্যে রয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লইজ, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। উল্লেখ্য়, ফিল্মসিটিতে যখন এই প্রতিবাদ মিছিল শুরু হয়, তখন সেখানে শ্যুটিংএর জন্য হাজির ছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ, ভিভিএস লক্ষ্মণ,হরভজন সিং,সুরেশ রায়নারা। প্রতিবাদ মিছিলেন কথা শুনে , তাঁরাও সেখানে সামিল হন। পাশাপাশি শহিদদের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেন তাঁরা।

এদিকে, এই প্রতিবাদ সভা থেকেই ফিল্ম ফেডারেশনের তরফে পাকিস্তানি শিল্পীদের বয়কটের ডাক দেওয়া হয়। বলিউডে কোনওভাবেই যেন পাকিস্তানি শিল্পীরা কাজ করার সুযোগ না পান, তার দাবিতেও সরব হয়েছেন ফেডারেশনের সদস্যই। পাশপাশি , ফিল্ম অ্যাসোসিয়েশনের তরফে যেকোনও টিভি অনুষ্ঠানে নভজ্যোত সিং সিধুকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য, পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে সিধুর বক্তব্যের জেরে বিতর্ক দানা বাধে। যার ফলে ' দ্য কপিল শর্মা শো' থেকে বাতিল করা হয়েছে নভজ্যোত সিং সিধুকে।

English summary
The shooting of megastar Amitabh Bachchan's next project and a commercial, featuring cricketers Virendra Sehwag, Harbhajan Singh and Suresh Raina, was voluntarily stopped for two hours on Sunday here due to a protest against the Pulwama terror attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X