(ছবি) ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, কান চলচ্চিত্র উৎসবে বলি সুন্দরীদের একঝলক
কান চলচ্চিত্র উৎসবে বলি কন্যারা এবার যেন দাপিয়ে বেড়ালেন। ঐশ্বর্য থেকে সোনম কাপুর তো বটেই প্রথমবার কান উৎসবে অভিষেক হওয়া ক্যাটরিনা কাইফ এমনকী মল্লিকা শেরাওয়াতও নজর কাড়লেন সমালোচকদের।
কান চলচ্চিত্র উৎসবে ১৪ বছর ধরে উপস্থিত থাকছেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। তবে তিনি যে প্রত্যেকহারই নিজের লুকে সবার প্রশংসা কুড়িয়েছেন তা নয়। এর আগে বহুবার কান-এই 'ফ্যাশন ডিজাস্টারের' তকমা পেয়েছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে এবছর সেই ভুলটি করেননি তিনি। কানে প্রত্যেকটি মুহুর্তে নিজের 'রিফ্রেশিং লুক'-এ সবাইকে মাতোয়ারা করে দিয়েছেন তিনি।
বলিউডের বর্তমান তারকাদের মধ্যে স্টাইল আইকনদের মধ্যে অন্যতম সোনম কাপুর। কান চলচ্চিত্রেও নিজের সেই বিশেষত্ব ধরে রেখেছেন সোনম। ওদিকে কান-এ প্রথমবার অভিষেক হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্টে কাউকেউ নিরাশ করেননি ক্যাটরিনা। তবে এবছরের সাপ্রাইজিং এলিমেন্ট মল্লিকা শেরওয়াত। মল্লিকার এটাই সেরা কান অ্যাপিয়ারেন্স বলা যেতেই পারে।
কান চলচ্চিত্র উৎসবে বলি সুন্দরীদের একঝলক

ক্যাটরিনা কাইফ
কান-এ প্রথমবার অভিষেক হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্টে কাউকেউ নিরাশ করেননি ক্যাটরিনা। কালো ও ধোঁয়াটে রংয়ের অফ সোল্ডার গাউনে কান চলচ্চিত্রের রেড কার্পেটে অনবদ্য ক্যাটরিনা।

সোনম কাপুর
আবি জানি ও সন্দীপ খোসলা শাড়ি ও হট ডিপ নেক ব্লাউডে সুপার সেক্সি সোনম।

সোনম কাপুর
রেড কার্পেটে গাঢ় নীল গাউনে সোনমের দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না।

ক্যাটরিনা কাইফ
লাল এলি সাব গাউনে ক্যাটরিনা।

নন্দিতা দাস
অনাবিলার সোনালি রংয়ের হাতে বোনা লিনেন শাড়ির সঙ্গে ভারতীয় সাজে নন্দিতার আভিজাত্য চলকে পড়ছে।

মল্লিকা শেরওয়াত
এবছরের সাপ্রাইজিং এলিমেন্ট মল্লিকা শেরওয়াত। মল্লিকার এটাই সেরা কান অ্যাপিয়ারেন্স বলা যেতেই পারে।

ঐশ্বর্য রাই বচ্চন
কান চলচ্চিত্র উৎসবে ১৪ বছর ধরে উপস্থিত থাকছেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। তবে তিনি যে প্রত্যেকহারই নিজের লুকে সবার প্রশংসা কুড়িয়েছেন তা নয়। এর আগে বহুবার কান-এই 'ফ্যাশন ডিজাস্টারের' তকমা পেয়েছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে এবছর সেই ভুলটি করেননি তিনি। কানে প্রত্যেকটি মুহুর্তে নিজের 'রিফ্রেশিং লুক'-এ সবাইকে মাতোয়ারা করে দিয়েছেন তিনি। এলি সাবের সবুজ ডবল লেয়ারড গাউনে তিনি আজও মোহময়ী।