বিরাট-অনুষ্কা প্রথম করওয়াচৌথের ছবি ভাইরাল ! টুইটারে কোন বার্তা দিলেন 'মিসেস কোহলি', দেখে নিন ছবি
বলিউডের বহু পাওয়ার কাপলের মতোই করওয়াচৌথের আনন্দে মেতে ওঠেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ক্রিকেট হট-শট বিরাট কোহলি। অনুষ্কা-বিরাটের করওয়া চৌথ পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ট্রেন্ডিং হতে শুরু করে। দেখে নেওয়া যাক, এই অনুষ্ঠান ঘিরে বলিউডের ছবি।

বিরাটের প্রতি অনুষ্কা..
জীবনের প্রথম করওয়া চৌথের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট ঘরনী অনুষ্কা। আর তা পোস্ট করে তিনি লেখেন, 'আমার চাঁদ, আমার সূর্য, আমার তারা, আমাপ সবকিছু.. হ্য়াপি করওয়াচৌথ টু অল'।

অনুষ্কার প্রতি বিরাট
অন্যদিকে, পিছিয়ে থাকতে রাজি নন মিঞা বিরাটও! তিনিও সোশ্যাল মিডিয়ায় তাঁর দাম্পত্য জীবনের প্রথম করওয়াচৌথের ছবি পোস্ট করে লেখেন,'মাই লাইফ, মাই ইউনিভার্স , করওয়াচৌথ?' এই বার্তার সঙ্গে অনুষ্কাকে ট্যাগ করে দেন তিনি।

সোনমের করওয়াচৌথ!
এর আগে , সোনম কাপুর করওয়াচৌথের প্রস্তুতির একাধিক ছবি পোস্ট করেন। এবছরই প্রথমবার করওয়াচৌথ পালন করেন সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা।

নেহা-অঙ্গদের প্রথম করওয়াচৌথ
শুধু সোনম বা অনুষ্কা নন, এবছর প্রথম করওয়াচৌথের আনন্দ উদযাপন করেন বেদী পরিবারর পুত্রবধব নেহা ধুপিয়াও। বলিউডে এই নামী অভিনেত্রীর দাম্পত্যজীবনেও প্রথম কারওয়াচৌথ ছিল এবছরই।