For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাদককাণ্ডে এনসিবির জেরার মুখে আজ বসছেন না অনন্যা! কী জানালেন অভিনেত্রী

  • |
Google Oneindia Bengali News

এনসিবির জেরার মুখে এদিন অভিনেত্রী অনন্যা পাণ্ডে বসছেন না বলে জানিয়েছেন। মাদককাণ্ডে যাতে আজ তাঁর জেরা না হয়, তার জন্য অনন্যা এনসিবির কাছে আবেদন করেছিলেন। এদিন সেই আবেদনের প্রেক্ষিতেই এসেছে এনসিবির সাড়া। এনসিবির তরফে অনন্যার আবেদনে সাড়া দিয়ে তাঁকে ফের নতুন তারিখ দেওয়ার কথা জানানো হয়েছে।

আরিয়ানকাণ্ডে অনন্যাকে তলব

আরিয়ানকাণ্ডে অনন্যাকে তলব

আরিয়ান খান কান্ডের জেরে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে তথা অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। উল্লেখ্য, আরিয়ানের ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে দেখে এনসিবি জানতে পারে যে অনন্যার সঙ্গে আরিয়ানের যোগ ছিল। তবে কী সূত্রে তাঁদের যোগাযোগ তা তদন্ত করতে গিয়ে চ্যাটে দেখা যায় , আরিয়ান ও অনন্যার মধ্যে গাঁজার বন্দোবস্ত করার জন্য আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই অনন্যাকে জেরা করেছে এনসিবি। তাঁকে ফের আরও একটি তারিখ দিয়ে ডেকে পাঠায় এনসিবি। এদিকে, সেই তারিখ অর্থাৎ আজ অনন্যার এনসিবির সামনে বসার কথা থাকলেও তিনি অন্য দিন চেয়ে নিয়েছেন এই জিজ্ঞাসাবাদে বসার জন্য।

 কেন বসছেন না অনন্যা আজ?

কেন বসছেন না অনন্যা আজ?

এদিকে, জানা গিয়েছে, অনন্যা জানিয়েছেন আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি সেভাবে ভালো নেই। তাই এই জিজ্ঞাসাবাদে বসার জন্য আরও বেশি সময় চেয়েছেন অনন্যা পাণ্ডে। উল্লেখ্য, এর আগে জানা যায়, এনসিবি সূত্রের খবর ছিল ব্যক্তিগত কিছু কাজ থাকার জন্য অনন্যা পাণ্ডে সময় চেয়েছেন। এদিকে, জানা গিয়েছে এনসিবির বিভিন্ন সমনের মাঝেও অনন্যা নিজের ব্যক্তিগত ফিল্মের নানান কাজ করে চলেছেন। ফলে সেই জায়গা থেকে তিনি নিজেকে থামিয়ে রাখেনননি।

চলেছে জেরা

চলেছে জেরা

গত ২ রা অক্টোবর প্রমোদতরী থেকে আটক করা হয়েছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। এই প্রমোদতরীতে মাদক নিয়ে পার্টি চলছিল বলে খবর পেয়ে গোপনে অভিযান চালিয়ে আটক করা হয় এনসিবির তরফে। এরপর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এনসিবি ৩ রা অক্টোবর তাঁদের গ্রেফতার করে। পরবর্তীকালে পরপর জেরা চলতে থাকে। এদিকে, আরিয়ান সহ বাকিরা জামিনের আবেদন করেও রেহাই পাননি। অন্যদিকে, আরিয়নের ফোন ঘেঁটে মাদককাণ্ডে নাম উঠে আসে অনন্যা পাণ্ডের। সেই সূত্রেই অনন্যাকে জেরার জন্য ডেকে পাঠায় এনসিবি।

 কীভাবে আরিয়ান-অনন্যার যোগাযোগ?

কীভাবে আরিয়ান-অনন্যার যোগাযোগ?

জানা গিয়েছে , আরিয়ান ও অনন্যা দুজনেই একই স্কুলে পড়তেন। অনন্যাই এনসিবির জেরার সামনে জানিয়েছেন যে তাংরা একসঙ্গে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের সহপাঠী ছিলেন। তবে পরবর্তীকালে আরিয়ানের বোন সুহানা অন্যানার খুবই ভালো বন্ধু হন। এদিকে, এর আগে শনিবারই জেরা হয় অনন্যার। অনন্যাকে সকাল ১১ টায় এনসিবি অফিসে পৌঁছতে বলা হয়েছিল, কিন্তু অভিনেত্রী এনসিবি কার্যালয়ে পৌঁছান ২ টার দিকে। অনন্যার দেরিতে আগমন এনসিবি- র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ভালোহভাবে নেননি বলে জানা গিয়েছে। সেই দিন অনন্যার সঙ্গে ছিলেন তাঁর বাবা তাঙ্কি পাণ্ডে। জানা যায়, জিজ্ঞাসাবাদের আগে, চাঙ্কিকে আলাদা ঘরে বসতে বলেন এনসিবি কর্তারা। সেই সময় বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অনন্যা বলেও জানা যায়। এদিকে, সেই দিন তাঁকে জেরা করেন সমীর ওয়াংখেড়ে সহ একাধিক দুঁদে অফিসাররা।

গোসাভি-সমীর পরিস্থিতি

গোসাভি-সমীর পরিস্থিতি

এদিকে, এনসিবির জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এদিকে আজ সকালেই সমীর ওয়াংখেড়ে ব্যক্তিগত নিরাপত্তা বাড়িয়ে আবেেদন জানান। তারপরেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও উঠতে শুরু করে। যা নিয়ে এনসিবি তদন্ত শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। এদিকে, এর আগে কেপি গোসাবির ঘনিষ্ঠ প্রভাকর সইল অভযোগ তোলেন আরিয়ানের গ্রেফতারি নিয়ে ২৫ কোটি টাকার ডিল হয়েছে। পরবর্তীকালে সেই অভিযোগ ঘিরে শুরু হয় তদন্ত। অন্যদিকে, সমীর গোসাভি নামের ব্যক্তিকে আরিয়ানের সঙ্গে আটক অভিযানের রাতে ২ র অক্টোবর সেলফি তুলতে দেখা যায়। এই পরিস্থিতিতে আরিয়ান তাঁর ফোনে কারোর সঙ্গে কথা বলছেন এমনও দেখা যায়। এদিকে বহুদিন ধরে নিখোঁজ গোসাভির সূত্র জানিয়েছে,সেই রাতে গোসাভির ফোন থেকে বাড়িতে কথা বলেন আরিয়ান। জানা গিয়েছে এই কেপি গোসাভি আরিয়ানকাণডের প্রত্যক্ষদর্শী। তাঁকে সাদা পাতায় সাক্ষর করানো হয় বলে অভিযোগ তুলেছেন তাঁর ঘনিষ্ঠ। অভিযোগ রয়েছে এনসিবির বিরুদ্ধে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Ananya Panday is not appearing before NCB today in the ongoing drugs case. NCB accepted her request and to issue her fresh summons for another date.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X