কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেতা অমল পালেকর, পরিণামে যা ঘটে গেল
মুম্বইতে 'ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্ট'-এ চলছিল সমাবেশ। সেখানে বক্তা হিসাবে আমন্ত্রিত ছিলেন অভিনেতা অমল পালেকর। শিল্পী প্রভাকর বাওরের স্মরণে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়ই বার বার তাঁর বক্তব্যে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের এক পদক্ষেপের সমালোচনা করছিলেন অমল পালেকর। বেঙ্গালুরু ও মুম্বইতে গ্যালারির উপদেষ্টা কমিটি সরিয়ে দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেন অভিনেতা। আর সেই সময়েই তাঁর গ্যালারির এক সদস্য পালেকরকে থামিয়ে বলেন, যে অনুষ্ঠানে তিনি এসেছেন, সেই অনুষ্ঠান নিয়ে যেন অমল পালেকর নিজের বক্তব্য রাখেন।
Amol Palekar on being asked to cut short his speech at National Gallery of Modern Art, Mumbai: I even told them that I wanted to thank Ministry of Culture for the magnanimity of culture for showing this exhibition.She said she doesn't want any backhand compliment like this & left https://t.co/w1ZnDMSvbS
— ANI (@ANI) February 10, 2019
[আরও পড়ুন: মাঘ পঞ্চমীতে 'মহালয়া'-র সুর! বীরেন্দ্র বনাম উত্তমের কোন কাহিনির আভাস ভিডিও বন্দি]
প্রত্যুত্তরে অমল পালেকর বলেন, 'আমি ওই বিষয়টি নিয়েই কথা বলব। আপনি কি আমার কথার ওপর সেন্সরশিপ লাগাবেন?' উল্লেখ্য, অমল পালেকরের দাবি ছিল, গ্য়ালারির উপদেষ্টা কমিটি তুলে নিয়ে কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিতে চাইছে একনায়কত্ব। পাশাপাশি চলছে 'মরাল পুলিসিং'। প্রতিষ্ঠানের ভাবনাচিন্তার ওপর একনায়কত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেন অমোল পালেকর। অমল পালেকরের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে রীতিমত আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়।
[আরও পড়ুন:রণবীর এ কী করে বসলেন! 'টেডি ডে' -তে 'গালি বয়'কে নিয়ে ফের হইচই]