For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজেশ খান্না–অমিতাভ বচ্চনের কালজয়ী ছবি ‘‌আনন্দ’‌ ফিরছে বড় পর্দায়, তৈরি হতে চলেছে রিমেক

রাজেশ খান্না–অমিতাভ বচ্চনের কালজয়ী ছবি ‘‌আনন্দ’‌ ফিরছে বড় পর্দায়, তৈরি হতে চলেছে রিমেক

Google Oneindia Bengali News

সাতের দশকের বক্স অফিস কাঁপানো ছবি '‌আনন্দ’‌ । বলিউডের দুই মেগাস্টার অমিতাভ বচ্চন আর রাজেশ খান্নার অনবদ্য অভিনয় সাড়া ফেলছিল বক্স অফিসে। এই সিনেমার জনপ্রিয় সংলাপ '‌বাবুমশাই’‌ আজও সকলের মনে রাজ করছে। দীর্ঘ ৫১ বছর পর সেই ছবি ফের বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা। এই সিনেমার আসল প্রযোজক এন.‌সি.‌ সিপ্পির নাতি সমীর রাজ সিপ্পি ও প্রযোজক বিক্রম খাকারের উদ্যোগে এই সিনেমার রিমেক তৈরি হচ্ছে।

রাজেশ খান্না–অমিতাভ বচ্চনের কালজয়ী ছবি ‘‌আনন্দ’‌ ফিরছে বড় পর্দায়, তৈরি হতে চলেছে রিমেক


আনন্দ–এর রিমেক ছবির জন্য চিত্রনাট্য লেখার কাজ শুরু হবে, যদিও এই সিনেমটা কে পরিচালনা করবেন বা এর প্রধান চরিত্রে কাদের দেখা যাবে সেটা নিয়ে কোনও কিছুই এখনও ঠিক হয়নি। একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে আনন্দ–এর রিমেকের চিন্তাভাবনা।

আনন্দের রিমেক নিয়ে চিন্তাভাবনা মোটামুটি জোর কদমে চলছে। খুব শীঘ্রই এই ছবির রিমেক সংক্রান্ত নতুন তথ্য সকলের সঙ্গে শেয়ার করা হবে বলে জানিয়ছেন প্রযোজক সমীর রাজ সিপ্পি । জেন ওয়াইয়ের কথা মাথায় রেখেই নতুন মোড়কে সাজানো হবে আনন্দ-এর চিত্রনাট্য।

১৯৭১ সালে পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের আইকনিক বলিউড মুভির জন্য সংলাপ লিখেছিলেন কিংবদন্তী শিল্পী গুলজার। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করে আনন্দ–এর রিমেকের সুখবর সকলের সঙ্গে শেয়ার করেছেন। আনন্দ–এ রাজেশ খান্না ও অমিতাভ বচ্চনের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুমিতা সান্যাল, রমেশ দেও ও সীমা দেও । নতুন প্রজন্মের জন্য সিনেমা তৈরি করতে হলে তাঁদের মতো করে ছবি তৈরি করাটা অত্যন্ত জরুরি। তাই আনন্দের চিত্রনাট্যের সামান্য রদবদল তো করতেই হবে বলে জানিয়েছেন সমীর রাজ সিপ্পি।

অনুভূতি এক হলেও গল্প আলাদা 'ভুল ভুলাইয়া ২'–এর, কার্তিক আরিয়ানের সিনেমায় শো স্টপার টাবুঅনুভূতি এক হলেও গল্প আলাদা 'ভুল ভুলাইয়া ২'–এর, কার্তিক আরিয়ানের সিনেমায় শো স্টপার টাবু

কালজয়ী ছবির ঐতিহ্য বজায় রেখেই নতুন মোড়কে পুরনো স্বাদ দর্শকের দরবারে তুলে ধরার প্রয়াসই করা হচ্ছে। আর ঠিক সেই কারণেই সুন্দর চিত্রনাট্য লেখার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে যা এই প্রজন্মের দর্শকের মনোরঞ্জনে সফল হবে।


English summary
amitabh bacchan and rajesh khanna starrer anand will remade by- sameer raj sippy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X